×

জাতীয়

টেকনাফে বিজিবি ও ইয়াবা ব্যবসায়ীর বন্দুক যুদ্ধে নিহত ১

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৩৯ এএম

কক্সবাজারের টেকনাফে ইয়াবা ব্যাবসায়ীদের আত্মসমর্পণের তিন দিনের মধ্যে বিজিবি ও রোহিঙ্গা ইয়াবা ব্যবসায়ীর সাথে বন্দুকযুদ্ধে এক রোহিঙ্গা নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক নোয়াপড়া মুছনী ক্যাম্পের শালবাগান এ ব্লকের রুম নং-১৮০/৫ এর দ্বীন মোহাম্মাদের ছেলে মোঃ জাফর আলম (২৬)। টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আছাদুদ-জামান চৌধুরী জানান, ১৯ ফেব্রুয়ারি সন্ধ্যা রাতে বিজিবি কর্তৃক মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক জাফর আলমকে আটক করে। আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদের পর জানা যায় যে, পরের দিন (২০ ফেব্রুয়ারি) ভোররাতে সাবরাং ইউপিস্থ ৫নম্বর স্নুইচ গেইট এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারে এমন তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর নাঃ সুবেঃ মোঃ তোফাজ্জল হোসেন এর নেতৃত্বে একটি টহলদল উক্ত এলাকায় অবস্থান নেয়। ৫ নং স্নুইচ গেইট সংলগ্ন খাল দিয়ে কিছু লোক কে উঠতে দেখে টহলদল তাদের চ্যালেঞ্জ করলে মাদককারবারীরা টহলদলের উপর অতর্কিতভাবে গুলি বর্ষণ করতে থাকে এবং ধারালো অস্ত্র নিয়ে আক্রমন করে। এতে বিজিবি’র টহলদলের দুইজন সদস্য আহত হয়। এ সময় বিজিবি আত্মরক্ষার্থে আনুমানিক ২০-২৫ রাউন্ড পাল্টা গুলি চালায়। পরে মাদক কারবারিরা পিছু হটলে টহল দলের সদস্যরা এলাকা তল্লাশী করে জাফর আলমের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে। এসময় ঘটনাস্থল থেকে ৫ হাজার পিস ইয়াবা ও এক টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। আছাদুদ জামানা চৌধুরী জানান আহত দুই বিজিবি সদস্য ল্যা. নায়েক মোঃ আব্দুল আলীম ও সিপাহী মোঃ আব্দুল আউয়াল দ্বয়কে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে বর্তমানে বিজিবি হাসপাতালে চিকিৎসাধীন আছে। এ ব্যাপারে আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। উল্লেখ্য, এর আগে মাদক বিরোধী অভিযানে টেকনাফে ৪০ জন মারা পড়েছেন। এর মধ্যে ৩৭ জন টেকনাফের বিভিন্ন স্থানের বাসিন্দা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App