×

বিনোদন

একুশের গানে নতুন মাত্রা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:১৯ পিএম

একুশের গানে নতুন মাত্রা
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১ ফেব্রুয়ারি উপলক্ষে শহীদদের সম্মান জানাতে এ বছর ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটির কয়্যার-এর আয়োজন করে গ্রামীণফোন। চট্টগ্রামে অবস্থিত ‘এশিয়ান ইউনিভার্সিটি অব উইমেন’-এর বিভিন্ন ভাষাভাষী ছাত্রীরা তাদের সম্মিলিত কণ্ঠে সুর ঠিক রেখে গানটি পরিবেশন করবেন। কয়্যারে সঙ্গীত নির্দেশনায় থাকবেন বাংলাদেশের কয়্যার গানে বিশেষ পারদর্শী আরমিন মুসা। আয়োজনটির বিশেষ আকর্ষণে প্রথমবারের মতো রয়েছেন ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটির সুরকার আলতাফ মাহমুদের মেয়ে শাওন মাহমুদ। তিনি বলেন, আমার উপস্থিতিতে বাবাকে উৎসর্গ করে ‘একুশের গান’ এর আগে কখনই হয়নি। আমি মনে করি, এখানে আমার মাধ্যমে বাবাকে সম্মান জানানো হয়েছে। এশিয়ান ইউনিভার্সিটি অব উইমেনের ছাত্রীরা এবং আয়োজকরাসহ দিনব্যাপী গানটি রেকর্ড ও চিত্রায়ন করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App