হোয়াইটওয়াশ এড়াতে ডানোডিনে সিরিজের তৃতীয় ওয়ানডেতে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করে টেইলরের রেকর্ডে বাংলাদেশের সামনে পাহাড়সম টার্গেট। ৩৩১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইতোমধ্যেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছে মাশরাফির দল।
বাংলাদেশ ৩৬ ওভারে ১৭৪ রানে হারিয়েছে ৭ উইকেট। তামিমের পর প্রথম ওভারেই দুই বল খেলে সৌম্য সরকার দারুণ এক সুইংয়ে সাউদির বলে পরাস্ত হন। তিনিও বোল্ড হয়ে ডাক মেরে সাজঘরে ফেরেন। নিজের দ্বিতীয় ওভারে এসে আবার আঘাত হানেন সাউদি। এবার ফেরান লিটনকে। তিনি এক রান করেন।
তাদের আউটের পর মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ ক্রিজে ছিলেন। কিন্তু এ ম্যাচেও সেট হয়ে ফেরেন তিনি। মুশফিক ১৭ এবং মাহমুদুল্লাহ ১৬ রান করে আউন হন।পরে ৪৪ রান করে আউট হয়েছেন সাইফুদ্দিন। সাব্বির ৭৩ রানে অপরাজিত আছেন।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে রস টেইলরের ৬৯, টম ল্যাথামের ৫৯ এবং হেনরি নিকোলাসের ৬৪ রানের সুবাদে বড় সংগ্রহের দিকে যায় নিউজিল্যান্ড। শেষটায় নিশাম এবং কলিন ডি গ্রান্ডহোম ৩৭ রান করে করলে বড় সংগ্রহ পায় স্বাগতিকরা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।