×

জাতীয়

হাঁসের খামারে স্বচ্ছলতা জজ মিয়ার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ০৪:৪৭ পিএম

হাঁসের খামারে স্বচ্ছলতা জজ মিয়ার
শেরপুরের শ্রীবরদীতে হাঁস পালন করেই চলছে জজ মিয়ার পরিবারের জীবিকায়ন। জজ মিয়া (৩৫) উপজেলার রাণীশিমুল ইউনিয়নের হালুয়াহাটি গ্রামের আবুল হোসেনের ছেলে। ২ ছেলে ১ মেয়েসহ ৫ সদস্যের পরিবার জজ মিয়ার। বড় ছেলে হায়দার আলী অষ্টম শ্রেণীর ছাত্র। ছোট ছেলে তারেক ও মেয়ে জয়নব পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী। পৈত্রিক বসত ভিটা ছাড়া সহায় সম্বল বলতে নেই তার কিছুই। বৈবাহিক জীবনের পর থেকেই দিন মজুরী করে চলতো তার সংসার। এতে অভাব-অনটন, দুঃখ, দুর্দশা লেগেই থাকত তার সংসারে। জজ মিয়া জানান, দিন মজুরী করে পরিবারের ভরণপোষন জোগাতে ছিল তার কষ্টসাধ্য ব্যাপার। এ কষ্ট থেকে রেহাই পেতে তিনি গড়ে তোলে একটি হাঁসের খামার। ৩০ হাজার টাকায় ধার দেনা করে ১ হাজার ৩ শত বাচ্চা হাঁস নিয়ে শুরু হয় তার খামারের সূচনা। অতীতেও তিনি গড়ে তোলেছিলেন হাঁসের খামার। কিন্তু অর্থনৈতিক দৈন্যতার কারনে শেষ রক্ষা হয়নি খামারটির। অবশেষে ২০১৮ সালের আগষ্ট মাসে নতুন করে গড়ে তোলেন একটি খামার। ১ হাজার ৩শত হাঁস নিয়ে তার খামারের যাত্রা শুরু হলেও বর্তমানে তার খামারে হাঁস রয়েছে ৩ শত ৫০টি। ৯৫০ টি হাঁস লক্ষাধিক টাকায় বিক্রি করে করেছেন। এ টাকায় তিনি তার ছেলে মেয়ের পড়ালেখা ভরণপোষন ও হাঁসের পরিচর্যার কাজে ব্যয় করেন। জজ মিয়া হাঁস পালনের উপর প্রশিক্ষণ নেয়নি। তিনি ও তার স্ত্রী হাওয়া বেগম প্রতিবেশীদের দেখাদেখি তারা এ খামারটি গড়ে তোলেন। এবং দুজনেই হাঁসের নিয়মিত পরিচর্যার কাজ করে থাকেন। জজ মিয়া জানান, প্রতি ২ মাস পরপর তার খামারের হাঁসের ভ্যাকসিন দিতে হয়। তাতে রোগ বালাই মুক্ত থাকে খামারের হাঁস। তিনি নিজেই এ ভ্যাকসিন গুলো দিয়ে থাকেন। বিনামূল্যে সরকারী কোন ভ্যাকসিন অথবা প্রাণী সম্পদ অধিদপ্তরের কোন সহযোগিতা পাননা বলে জানান। বর্তমানে লক্ষাধিক টাকার হাঁস রয়েছে তার খামারে। তিনি আশা প্রকাশ করছেন আগামী ১ মাসের মধ্যেই তার খামারের হাঁস গুলো ডিম দিতে শুরু করবে। এতে তার আরও দ্বিগুন লাভবান হবেন তিনি। এ হাঁসের খামার করে জজ মিয়ার সংসারে ফিরে এসেছে স্বচ্ছলতা। তেমন কোন অভাব অনটন নেই এখন আর তার সংসারে। তবে জজ মিয়ার দাবি সরকারীভাবে খামার গড়ে তোলতে অর্থনৈতিক সহযোগিতা ও হাঁসের রোগ বালাই নিরাময়ে প্রাণী সম্পদ অধিদপ্তরের সহায়তা পেলে খামার করে তিনি স্বাবলম্বী হতে পারবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App