×

খেলা

মুশফিক-মিঠুনকে নিয়ে শঙ্কা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ০৫:১১ পিএম

মুশফিক-মিঠুনকে নিয়ে শঙ্কা
হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্য নিয়ে বুধবার ভোরে ৩ ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে নামছে সফরকারী বাংলাদেশ। নেপিয়ারের ম্যাকলিন পার্কে অনুষ্ঠিত সিরিজের প্রথম ম্যাচটি ৮ উইকেটে হেরেছে টাইগাররা। এরপর ক্রাইস্টচার্চের হাগলি ওভালে অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডেতেও মাশরাফি বিন মুর্তজার দলকে একই ব্যবধানে হারিয়ে এক ম্যাচ অবশিষ্ট থাকতেই সিরিজ জয় নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। তাই আগামীকালের ম্যাচটি স্টিভ রোডসের শিষ্যদের জন্য হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোর লড়াই। ম্যাচটির ভেন্যু ডানেডিনের ইউনিভার্সিটি ওভাল এবং শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৪টায়। খেলাটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন ও স্টার স্পোর্টস। চলতি সিরিজের আগে আরো তিনবার কিউইদের বিপক্ষে তাদেরই মাটিতে দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ। যেখানে সবকটি সিরিজেই লজ্জাজনকভাবে হোয়াইটওয়াশ হয়েছে টাইগাররা। দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ প্রথমবারের মতো নিউজিল্যান্ড সফরে গিয়েছিল ২০০৭ সালে। ওই সিরিজ ৩-০ ব্যবধানে জিতেছিল কিউইরা। দুই বছর পর আবারো ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফরে যায় বাংলাদেশ। এবারো ফলাফল একই, ৩-০তে হোয়াইটওয়াশ। এরপর মাঝখানে দীর্ঘ বিরতির পর ২০১৬ সালে তৃতীয়বারের মতো নিউজিল্যান্ড সফরে যায় টাইগাররা। তখন মাশরাফির নেতৃত্বে দারুণ ছন্দে ছিল বাংলাদেশ। সমর্থকদের প্রত্যাশা ছিল অতীতের ব্যর্থতা কাটিয়ে এবার নিশ্চয়ই সাফল্য পাবেন সাকিব-তামিমরা। কিন্তু ওই সফরেও ব্যর্থতার বলয় থেকে বেরিয়ে আসতে পারেনি আকরাম খান-হাবিবুল বাশারদের উত্তরসূরিরা। যথারীতি ওই সফরেও ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। চলতি সিরিজেও টাইগাররা বন্দি আছে সেই ব্যর্থতার বৃত্তে। আজ হারলে আরো একবার নিউজিল্যান্ডের মাটিতে হোয়াইটওয়াশের লজ্জায় ডুববে মাশরাফির দল। এমন ম্যাচের আগে ইনজুরিতে পড়েছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম ও ফর্মের তুঙ্গে থাকা মোহাম্মদ মিঠুন। হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচটিতে তাদের খেলতে পারা নিয়ে রয়েছে সংশয়। যে কারণে বুধবারের ম্যাচে একাদশ সাজাতেই হিমশিম খেতে হচ্ছে টাইগার টিম ম্যানেজমেন্টকে। কঠিন এই পরিস্থিতি মোকাবেলায় টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়েছে মুমিনুল হককে তৃতীয় ওয়ানডের স্কোয়াডে রাখার। মুশফিকের সমস্যাটা অবশ্য পুরনো। সেই এশিয়া কাপ থেকে বয়ে বেড়ানো পাঁজরের ব্যথা। নিউজিল্যান্ডের বিপক্ষে চলতি সিরিজের দ্বিতীয় ওয়ানডের পর থেকেই বেড়েছে ব্যথাটা। অপরদিকে দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিংয়ের সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান মিডলঅর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন। প্রথম দুই ম্যাচেই টাইগারদের হয়ে সর্বোচ্চ রান এসেছে তার ব্যাট থেকে। দুটি ম্যাচেই হাফসেঞ্চুরি পেয়েছেন তিনি। তাই হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে মিঠুনের একাদশে থাকাটা খুব দরকার। কিন্তু টাইগার সমর্থকদের জন্য দুঃসংবাদ তৃতীয় ওয়ানডেতে মিঠুনের খেলতে না পারার সম্ভাবনাই বেশি। সে ক্ষেত্রে মিঠুনের পরিবর্তে একাদশে জায়গা পেতে পারেন মুমিনুল হক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App