×

জাতীয়

বোরহানউদ্দিনে ইভটিজিং করার অপরাধে দুই শ্রমিকের কারাদন্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ০৪:৩১ পিএম

বোরহানউদ্দিনে ইভটিজিং করার অপরাধে দুই শ্রমিকের কারাদন্ড
ভোলা বোরহানউদ্দিনে স্কুল ছাত্রীদের কে ইভটিজিং করার অপরাধে দুই শ্রমিকের কারাদন্ড প্রদান করেছে নির্বাহী কর্মকর্তা মো: আ: কুদদূস। মঙ্গলবার সকাল ৯টায় উপজেলা সড়ক দিয়ে বোরহানউদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ৩ জন ছাত্রী স্কুলে আসার পথে ইভটিজিং করেন দুই শ্রমিক। বোরহানউদ্দিন ওসি তদন্ত আ: কাদের খবর পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে দুই শ্রমিক কে আটক করেন। তাৎক্ষনিক উপজেলা নির্বাহি কর্মকর্তা মোবাইল কোর্টে ১ বছর করে দুই শ্রমিকের কারাদন্ড প্রদান করেন। তারা হলেন মো: হাসান (২০) পিতা জুলহাস পৌর ৫নং ওয়ার্ড ভোলা সদর, রাকিব (১৯) পিতা মো: লোকমান ইলিশা চর জাঙ্গালিয়া ভোলা। তারা দুইজনই বোরহানউদ্দিন উপজেলা সড়কে মাশাআল্লাহ ওয়াকর্সপে শ্রমিক হিসাবে কাজ করতেন। এব্যাপারে বোরহানউদ্দিন থানার অফিসার ইন-চার্জ অসিম কুমার সিকদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তাদেরকে ভোলা জেল হাজতে প্রেরণের প্রস্তুতি চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App