×

জাতীয়

জরুরি বৈঠকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১২:১৫ পিএম

জরুরি বৈঠকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ
বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পাশে ডাস্টবিন থেকে মানবভ্রূণ ও মানবদেহের সংরক্ষিত বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ উদ্ধারের ঘটনায় দায়িত্বে অবহেলার দায়ে গাইনি বিভাগের প্রধান অধ্যাপক খুরশিদা জাহান ও একই বিভাগের নার্সিং সুপারভাইজর জোছনা বেগমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে সোমবার রাতেই তাদের বরখাস্ত করা হয়। হাসপাতাল পরিচালক ডা. মো. বাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এ দিকে মানবভ্রূণ উদ্ধারের ঘটনার প্রেক্ষিতে মঙ্গলবার সকালে জরুরি বৈঠকে বসেছে হাসপাতাল কর্তৃপক্ষ। মঙ্গলাবার সকাল ৯টার দিকে মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কক্ষে এ বৈঠক শুরু হয়। শের-ই বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ মাকসুমুল হক জানান, ৩১ নবজাতকের মরদেহ উদ্ধারের ঘটনায় তদন্ত কমিটি গঠনে আলোচনা চলছে। কমিটি কত সদস্যের হবে , কে প্রধান হবেন এবং কত কার্যদিবসের মধ্যে কমিটি প্রতিবেদন দেবেন তা নির্ধারণে আলোচনা চলছে। এছাড়াও দায়িত্বে অবহেলার কারণে গাইনি বিভাগের প্রধান ডা. খুরশিদ জাহান এবং ওই বিভাগের ওয়ার্ড ইনচার্জ নার্স জোসনা বেগমকে সাময়িক বরখাস্তের চিঠি প্রস্তত করে দ্রুত স্বাস্থ্য অধিফতরে পাঠানোর বিষয়ে আলোচনা করা হচ্ছে। এর আগে সোমবার রাত ৮টার দিকে হাসপাতালের ডাস্টবিন থেকে ৩১ নবজাতকের মরদেহ ও মানব দেহের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ পাওয়া যায়। যার অধিকাংশই ছিল বোতলজাত। রাত পৌনে ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলোর সুরতহাল শুরু করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App