×

তথ্যপ্রযুক্তি

এবার আসছে স্মার্টফোনযুক্ত 'স্মার্ট মোটরসাইকেল'

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১০:১৪ পিএম

এবার আসছে স্মার্টফোনযুক্ত 'স্মার্ট মোটরসাইকেল'

স্মার্ট মোটরসাইকেল

জার্মানভিত্তিক কোম্পানি নোভাস বাজারে এনেছে নতুন 'স্মার্ট মোটরসাইকেল'। ৩৮.৫ কিলোগ্রাম ওজনের এই মোটরসাইকেলটি বিশ্ববাজারে দারুণ জনপ্রিয়তা পাবে বলে আশা করছে নোভাস। বাইকটিতে রয়েছে ১৪.৪ কিলোওয়াট লিথিয়াম আয়ন ব্যাটারি। নোভাসের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এক বার চার্জ দিলে ৯৬ কিলোমিটার চলতে পারবে এই বাইকটি।

বাইকটিতে অত্যাধুনিক প্রযুক্তির সাসপেনশান ছাড়াও থাকছে ডুয়াল হাইড্রোলিক ফ্লোটিং ক্যালিপার ডিস্ক ব্রেক। এই স্মার্ট মোটর সাইকেলে থাকছে একটি স্মার্টফোন। স্মার্টফোনের ডিসপ্লেতে মোটর সাইকেলের গতি, ব্যাটারি লাইফসহ একাধিক বিষয় দেখা যাবে।

নোভাস তাদের এই পণ্যটির প্রাথমিক মূল্য নির্ধারণ করেছে ৩৯ হাজার ৫০০ মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে ৩৩ লাখ টাকা। সম্প্রতি যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত ‘কনসিউমার ইলেকট্রনিক্স শো’ (সিইএস ২০১৯)-এ নতুন ইলেকট্রিক মোটরসাইকেল লঞ্চ করেছে নোভাস।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App