×

জাতীয়

অবৈধভাবে বালু উত্তোলন চক্রের ২সদস্যের জেল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ০৫:০৫ পিএম

অবৈধভাবে বালু উত্তোলন চক্রের ২সদস্যের জেল
ব্রম্মপুত্র নদের ফলুয়ারচর নৌকাঘাটে অবৈধ ভাবে বালু উত্তোলন চক্রের ফজলুল হক (৪০) ও বাবুল খান (৪৫) নামের ২সদস্যকে ভ্রাম্যমান আদালতে জেল দেওয়া হয়েছে। ১৯ ফেব্রুয়ারী (মঙ্গলবার) সকাল ১১টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের কার্য্যালয়ে এই ভ্রাম্যমান আদালত দেওয়া হয়। ভ্রাম্যমান আদালতে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ২০১০ এর ৪ ধারায় ধৃত অপরাধে উপজেলা কুটিরচর গ্রামের জিহার উদ্দিনের ছেলে ফজলুল হককে ৫০হাজার টাকা অর্থ, অনাদায়ে ৭দিনের বিনাশ্রমে জেল ও একই আইনে কুটিরচর গ্রামের ছবির খানের ছেলে বাবুল খানের ৬মাসের জেল দেওয়া হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন রৌমারী উপজেলা নির্বাহী অফিসার দ্বীপঙ্কর রায়। প্রসঙ্গত, দীর্ঘদিন থেকে এই চক্রটি ব্রম্মপুত্র নদীর বিভিন্ন এলাকা থেকে বালু উত্তোলন করে আসছে। এতে বেড়িবাধসহ কয়েকটি গ্রাম হুমকির মুখে পড়েছে। এ বিষয়ে এলাকাবাসি একাধীকবার উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App