×

জাতীয়

বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হতে যাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী মফিজুল হক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ০৫:১৮ পিএম

বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হতে যাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী মফিজুল হক
উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হলেন কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আ’লীগ প্রার্থী মফিজুল হক। তার বিপরীতে অন্য কোন প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হতে যাচ্ছেন তিনি। আগামী ১৮ মার্চ দ্বিতীয় ধাপের নির্বাচনে কাপ্তাই উপজেলায় আ’লীগ সমর্থিত প্রার্থী নৌকা প্রতীক নিয়ে একক প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দেন। আজ ১৮ ফেব্রুয়ারী মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল। এ ব্যাপারে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার আশ্রাফ আহমেদ রাসেল এ প্রতিনিধিকে বলেন, কাপ্তাই উপজেলা নির্বাচন দ্বিতীয় ধাপে ১৮ মার্চ অনুষ্ঠিত হবে। এর আগে প্রার্থীতা প্রত্যাহারের তারিখ ২৭ ফেব্রুয়ারী, প্রতীক বরাদ্দ ২৮ ফেব্রুয়ারী, যাচাই বাছাই ২০ ফ্রেবুয়ারী বলে নিশ্চিত করেছেন। তিনি আরো বলেন, অতিরিক্ত নির্বাচন অফিসার মোঃ সাইফুল ইসলাম ও সহকারী রিটার্নিং অফিসারের উপস্থিতিতে সোমবার ১৮ ফেব্রুয়ারী উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে শুধুমাত্র আওয়ামী সমর্থিত নৌকা মার্কা প্রতীক নিয়ে মফিজুল হক নামে একজন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন। তার বিপরীতে আর কারো মনোনয়ন পত্র জমা হয়নি কাপ্তাই উপজেলাধীন নির্বাচন অফিসে। তবে ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন সর্বমোট ৮ জন ভাইস চেয়ারম্যান প্রতিদ্বন্দিতাপূর্ণ নির্বাচনের লক্ষ্যে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। উপজেলা নির্বাচনকে ঘিরে অন্য যেকোন সময়ের তুলনায় এবার শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে নির্বাচনী কার্যক্রম চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App