×

জাতীয়

ধুনটে ১৬ প্রার্থীর মনোয়নপত্র দাখিল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ০৫:৪৩ পিএম

ধুনটে ১৬ প্রার্থীর মনোয়নপত্র দাখিল
বগুড়ার ধুনট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৬জন, ভাইস চেয়ারম্যান পদে ৫জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫জন মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার বিকেল ৫টায় সহকারী রিটার্নিং অফিসার রাজিয়া সুলতানা এ তথ্য নিশ্চিত করেছেন। উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামী লীগ মনোনিত প্রার্থী আব্দুল হাই খোকন, স্বতন্ত্র প্রার্থী ধুনট পৌরসভার সাবেক মেয়র বিএনপি নেতা আলিমুদ্দিন হারুন মন্ডল, সাবেক পৌর প্রশাসক বিএনপি নেতা আকতার আলম সেলিম, আওয়ামী লীগ নেতা মাকসুদুল হক বাচ্চু, সাংবাদিক জিয়া শাহীন ও পাভেল আহমেদ। ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মহসিন আলম, কৃষক লীগের সাধারণ সম্পাদক সাচ্চু মল্লিক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক জিএস ফেরদৌস আলম শ্যামল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইকবাল হোসেন রিপন ও ইছামতি ডায়াগনষ্টিক সেন্টারের পরিচালক ফয়জুল করিম খালিদ। মহিলা ভাইস চেয়ারম্যান মনোনয়নপত্র দাখিল করেছেন উপজেলা মহিলা লীগের সভাপতি পপি রানী সাহা, উপজেলা মহিলা দলের সভাপতি এ্যাড. খায়রুন নাহার, যুব মহিলা লীগের সভাপতি সিমা আকতার, স্কুল শিক্ষিকা রোমানা আফরোজ ও ইউপি সদস্য শিউলী খাতুন। এদিকে সোমবার সকাল থেকে প্রার্থীরা ব্যাপক-উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন। আওয়ামী লীগ মনোনিত প্রার্থী আব্দুল হাই খোকন দলীয় নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক টিআইএম নূরুন্নবী তারিক, সহসভাপতি গোলাম সোবহান, ইঞ্জিনিয়ার মুহাম্মদ আসিফ ইকবাল সনিসহ নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। এদিকে দলীয় প্রার্থীর মনোনয়নপত্র দাখিল উপলক্ষ্যে হাজার হাজার দলীয় নেতাকর্মীর সমাগম ঘটে। দলীয় কার্যালয়ের সামনে সমাবেত নেতাকর্মীদের মধ্যে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পরে। পরে পুলিশ ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App