×

জাতীয়

ধুনটে আ.লীগের দু’পক্ষের সংঘর্ষে ইউপি চেয়ারম্যানসহ আহত ১৩

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ০৫:৩৭ পিএম

ধুনটে আ.লীগের দু’পক্ষের সংঘর্ষে ইউপি চেয়ারম্যানসহ আহত ১৩
বগুড়ার ধুনট উপজেলায় আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদ সড়কের দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এতে এলাঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম.এ তারেক হেলাল ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বনি আমিন মিন্টুসহ ১৩জন নেতাকর্মী আহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী আব্দুল হাই খোকনের মনোনয়নপত্র দাখিলের পরিকল্পনা ছিল। ওই পরিকল্পনা অনুযায়ী সোমবার দলীয় কার্যালয়ে বিভিন্ন ইউনিয়ন থেকে দলীয় নেতাকর্মীরা সমাবেত হতে থাকে। দুপুর সাড়ে ১২টায় সমাবেত নেতাকর্মীর ভিড়ে ধাক্কা লাগার ঘটনায় উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বনি আমিন মিন্টুর সাথে এলাঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম.এ তারেক হেলাল বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে হেলালের লোকজন বনি আমিন মিন্টুকে মারধর করে। এদিকে খবর পেয়ে বনি আমিন মিন্টুর লোকজন এলাঙ্গীর নেতাকর্মীদের উপর হামলা করে। দু’পক্ষের সংঘর্ষে মুহুর্তে আতংক ছড়িয়ে পরে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। এদিকে সংঘর্ষে ইউপি চেয়ারম্যান এম.এ তারেক হেলাল, ইউপি সদস্য ডাবলু, যুবলীগ নেতা বনি আমিন মিন্টুসহ ১৩জন নেতাকর্মী আহত হয়। আহতদের মধ্যে ইউপি সদস্য ডাবলু’র অবস্থা আশংকাজনক। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক টিআইএম নূরুন্নবী তারিক বলেন, দলীয় প্রার্থীর মনোনয়নপত্র দাখিল উপলক্ষ্যে বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মী দলীয় কার্যালয়ের সামনে সমাবেত হয়। সেখানে অনাকাঙ্খিত ভাবে ঘটনাটি ঘটে। এ বিষয়ে তদন্তপূর্বক জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। ধুনট থানার অফিসার্স ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন বলেন, আ.লীগ কার্যালয়ের সামনে দু’পক্ষের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App