×

জাতীয়

কালকিনিতে গোপনে চলছে কোচিং বানিজ্য

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ০৪:৫৭ পিএম

কালকিনিতে গোপনে চলছে কোচিং বানিজ্য
সরকারের কঠোর নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে মাদারীপুরের কালকিনিতে গোপনে চলছে কোচিং বানিজ্য। উপজেলা সদরের বিভিন্ন স্থানে বাসা ভাড়া নিয়ে অসাধু শিক্ষকরা এ কোচিং বানিজ্য চালাচ্ছেন বলে অভিযোগে উঠেছে। আজ সোমবার সকালে সরেজমিনে গিয়ে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। জানাগেছে, সরকার বর্তমানে কোচিংয়ের বিরুদ্ধে শক্ত অবস্থানে রয়েছেন। সেই ধারাবাহিকতায় ইতি মধ্যে উপজেলার দুই শিক্ষককে কোচিং করানোর দায়ে জরিমানাও করা হয়েছে। তারপরও থামছে না কোচিং বানিজ্য। সরকারের এ নিদের্শকে উপেক্ষা করে কালকিনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী গনিত শিক্ষক আবুল কালাম ও ইংরেজী শিক্ষক এনায়েত হোসেন মিলে কালকিনি বাজারের নির্জন জায়গায় বাসা ভাড়া নিয়ে পৃথকস্থানে কোচিং বানিজ্য চালিয়ে যাচ্ছেন। এখবর পেয়ে স্থানীয় সাংবাদিকরা ছবি তুলতে গেলে টের পেয়ে ওই দুই শিক্ষক দৌড়ে পালিয়ে যায়। এ ছাড়াও উপজেলার বিভিন্ন এলাকায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে গোপনে চলছে কোচিং বানিজ্য। অভিযুক্ত শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, আমার ভুল হয়ে গেছে।এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম বলেন, এ বিষয় ব্যবস্থা নেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App