×

ফ্যাশন

ময়মনসিংহে নোঙড় ফেলল সেইলর, কেনাকাটায় মিলবে বিমান টিকিট

Icon

অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:৫৮ পিএম

ময়মনসিংহে নোঙড় ফেলল সেইলর, কেনাকাটায় মিলবে বিমান টিকিট
ময়মনসিংহে নোঙড় ফেলল সেইলর, কেনাকাটায় মিলবে বিমান টিকিট
ময়মনসিংহে নোঙড় ফেলল সেইলর, কেনাকাটায় মিলবে বিমান টিকিট
হাওর জঙ্গল মইষের শিং, এই তিনে ময়মনসিং’ প্রবাদ-প্রবচনে এভাবেই পরিচয় করানো হতো প্রাচীন জেলা ময়মনসিংহকে। প্রাকৃতিক প্রাচীর দ্বারা বেষ্টিত, ব্রহ্মপুত্র নদ বিধৌত ময়মনসিংহ শহরের রয়েছে নানা প্রাচীন ঐতিহ্য। জন্ম নিয়েছেন নানা গুণীজনও। স্থানীয় সংস্কৃতির সাথে আধুনিকতার যুগপৎ মেলবন্ধনেই এখানে এগিয়ে যেতে চায় সেইলর। তাইতো শহরের কালী শংকর গুহ রোডের নতুন বাজার মোড়ে এবার সেইলর দুয়ার খুললো তাদের ১৩ তম স্টোরের।  ৫ হাজার ৫০০ বর্গফুটের স্টোরটিতে ফ্যাশন ব্র্যান্ড সেইলর গতানুগতিক ফ্যাশন ভাবনার বাইরে এথনিক, ক্যাজুয়াল বা ফরমাল এবং পাশ্চাত্য কাটের ফিউশন পোশাক তুলে ধরতে চায়। ১৫ ফেব্রুয়ারি আড়ম্বরপূর্ণভাবে উদ্বোধনী যাত্রায় সবিশেষ উপস্থিতি দিয়ে শুভকামনা জ্ঞাপন করেন ইপিলিয়ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব রিয়াজ উদ্দিন আল মামুন, সিএফও আরশাদ আলী চৌধুরী, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক আকরামুল হক টিটু, সেইলর এর চিফ অপারেটিং অফিসার রেজাউল কবীরসহ ইপিলিয়নের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। সেইলর এর চিফ অপারেটিং অফিসার রেজাউল কবীর জানান, “সমকালীন ফ্যাশন ট্রেন্ড অনুসরণ করেই সেইলর প্যাটার্ন ও ডিজাইনে ‘পরিবর্তন’ তুলে ধরবে পোশাকের ক্যানভাসে। পাশাপাশি ময়মনসিংহের দুই গুণীজন শিল্পাচার্য জয়নুল আবেদিন এবং ভাষা শহীদ আব্দুল জব্বার কে নিয়েও থাকছে বিশেষ টি শার্টের সংগ্রহ।” উল্লেখ্য, ক্রেতা আগ্রহ বাড়াতে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সেইলরের ময়মনসিংহ স্টোরটিতে থাকছে ক্র্যাচ এন্ড উইন অফার। এতে গ্রাহক প্রতিটি শপিং এ কেনাকাটায় পাবেন একটি করে ক্র্যাচ কার্ড । যাতে নূন্যতম ২০ থেকে শতভাগ মূলছাড় সুবিধা ছাড়াও থাকবে ঢাকা ব্যাংকক ঢাকা বিমানের টিকেট, পাঁচতারকা হোটেলে থাকাসহ বিবিধ উপহার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App