×

জাতীয়

রৌমারীর স্থলবন্দর সড়কটি 'জয় বাংলা মুক্তঞ্চল' নাম করণের দাবি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ০২:২৩ পিএম

রৌমারীর স্থলবন্দর সড়কটি 'জয় বাংলা মুক্তঞ্চল' নাম করণের দাবি
কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় সকাল থেকে সন্ধা পর্যন্ত হাজার মানুষের পদচারনায় মুখরিত নতুন স্থলবন্দর সড়ক। লোকজনের সমাগমে আনন্দের জোয়ার বইছে রংপুর বিভাগের কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ভারতের সাথে সংযুক্ত নতুন বন্দর গ্রাম। রাস্তা আর ব্রিজের সুন্দরজে মুখরিত হয় সকাল আর সন্ধা। বিনোদন প্রেমিরা বলছেন এইখানে যদি সরকার নবরূপে সাজিয়ে পর্যটনকেন্দ্রে পরিনিত করে তাহলে এক দিকে যেমন সুন্দর সৃষ্টি হবে, অন্য দিকে বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা তৈরি হবে। এবং বিপুল পরিমানে রাজস্ব আয় হবে। রৌমারী, চিলমারী ও রাজিবপুর উপজেলাসহ এই তিনটি উপজেলায় কোনো পর্যেটনকেন্দ্র নাথাকায় দেখা যায় বিভিন্ন এলাকার দূর দূরান্ত থেকে আসা বিনোদন প্রেমিরা পর্যেটনকেন্দ্র হিসাবে ভির জমাচ্ছে রৌমারীর নতুন বন্দরগ্রামে। রৌমারী শাপলা মোড় থেকে ভারত স্থল বন্দর প্রায় ৪.৫০ কি: মি। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে এবং চোরা চালানের দিক বিবেচনা করে বিজিবি মতায়ন থাকে । গত নবম জাতীয় সংসদ নির্বাচনে এমপি এবং বর্তমান প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক প্রতিমন্ত্রী জাকির হোসেনের আবেদনে প্রধানমন্ত্রী রৌমারী উপজেলার এই স্থলবন্দরটি গড়ে দেন। সরেজমিনে গিয়ে দেখা যায়, নতুন বন্দর সীমান্তের ওপারে ভারতের নো-ম্যান্সল্যান্ডে অবস্থিত জয় বাংলা সড়ক। আর ঐ সড়কে জড়িয়ে আছে মহান মুক্তিযুদ্ধের গৌরবের ইতিহাস। মুক্তিযুদ্ধের সময় ভারতের প্রশিক্ষণ নিয়ে মুক্তিযোদ্ধারা যখন সীমান্ত পার হয়ে দেশের মাটিতে পা রাখে তখন সবার মুখে একটাই শ্লোগান ছিল ‘জয় বাংলা’। আর এ কারণইে ভারতরে অভ্যন্তরের ওই সড়কটি জয় বাংলা সড়ক নামেই পরিচিত। তাই এলাকাবাসীর প্রাণের দাবি বাংলায় অবস্থান রতো রৌমারীর তুরা রোডটিকে জয় বাংলা মুক্তঞ্চল সড়ক নামে করার দাবি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App