×

জাতীয়

পাইকগাছায় মৎস্য ঘের থেকে পরিত্যক্ত অবস্থায় ৩২ টি গ্রেনেড উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ০৪:৫৪ পিএম

পাইকগাছায় মৎস্য ঘের থেকে পরিত্যক্ত অবস্থায় ৩২ টি গ্রেনেড উদ্ধার
খুলনার পাইকগাছা উপজেলার সোলাদানা ইউনিয়নের পাইকগাছা গ্রামের একটি মৎস্য ঘের থেকে পরিত্যক্ত অবস্থায় ৩২টি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করেছে থানা পুলিশ। রবিবার সকাল সাড়ে ১০ টার দিকে পাইকগাছার সোলাদানা ইউনিয়নের পাইকগাছা গ্রামের সবুর সরদারের ছেলে কামাল সরদারের মৎস্য ঘেরের মাটি কেটে বাঁধ দেবার সময় শ্রমিকরা বাস্ক ভর্তি গ্রেনেডগুলো দেখতে পায়। পাইকগাছা থানার ওসি এমদাদুল হক শেখ জানান, চিংড়ী ঘেরে মাটি কাটার সময় শ্রমিকরা গ্রেনেডগুলো দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দিলে পুলিশের এসআই আবুল বাসার ও লিয়াকত আলী ঘটনাস্থলে পৌছিয়ে গ্রেনেডগুলো জব্দ করেন। স্থানীয় এলাকাবাসী জানিয়েছেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় থেকে এগুলি এখানে ছিল বলে তাদের ধারনা। এ রিপোর্ট লেখা পর্যন্ত র‌্যাব-৬ এর বোমা নিস্ক্রীয়কারী টিম ঘটনাস্থলে পৌছিয়ে গ্রেনেডগুলি পরীক্ষা নীরিক্ষা করছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App