×

জাতীয়

চট্টগ্রামে বস্তিতে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৯

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৩৯ এএম

চট্টগ্রামে বস্তিতে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৯
চট্টগ্রামে বস্তিতে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৯
চট্টগ্রামে একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৯ জন। পাশাপাশি আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। দমকল বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে শহরের খাতুনগঞ্জের চাকতাই এলাকায় রোববার ভোর সাড়ে ৩ টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে পুড়ে যায় ভেড়া মার্কেট বস্তির দুইশ' কাঁচা ঘর। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর ধ্বংসস্তূপের ভেতর থেকে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়। অগ্নিকাণ্ডে নিহতদের সাতজনই দুটি পরিবারের সদস্য বলে জানিয়েছে দমকল বাহিনী। ঘুমন্ত অবস্থায় মর্মান্তিকভাবে তাদের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে থাকা স্থানীয় এক সাংবাদিক দমকলবাহিনীর বরাতে জানিয়েছেন অগ্নিকাণ্ডের স্থানটিতে অনেক বৈদ্যুতিক খোলা তার পড়ে ছিল। এসব তার থেকেই আগুনের সূত্রপাত কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে। আগুনের কারণ অনুসন্ধানে জেলা প্রশাসক ইলিয়াস হোসেনের নির্দেশে অতিরিক্ত জেলা মেজিস্ট্রেটের নেতৃত্বে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানা গেছে। দ্রুততম সময়ের মধ্যে অগ্নিকাণ্ডের কারণ জানানোর নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক। অগ্নিকাণ্ডে নিহতদের প্রত্যেকে ২০ হাজার টাকা ক্ষতিপূরণ এবং যাদের ঘর পুড়ে গেছে তাদের প্রয়োজনীয় সহায়তা দেয়ার আশ্বাস দিয়েছেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App