×

জাতীয়

অভ্যন্তীণ ফ্লাইটের ভাড়া কমানোর পরিকল্পনা সরকারের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ০৪:৪৩ পিএম

অভ্যন্তীণ ফ্লাইটের ভাড়া কমানোর পরিকল্পনা সরকারের
দেশের অভ্যন্তীণ রুটে চলাচলকারী বেসরকারি ফ্লাইটের ভাড়া কমানোর চিন্তা করছে সরকার। সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ-আলোচনা করে বিষয়টি খতিয়ে দেখা হবে বলেও জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। রবিবার সচিবালয়ে নিজ দপ্তরে এভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এওএবি) প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। পার্শ্ববর্তী দেশ ভারতে অভ্যন্তরীণ রুটে ফ্লাইটের ভাড়া বাংলাদেশের ভাড়ার চেয়ে অনেক কম- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেন, ভাড়ার ব্যাপারে বিভিন্ন ফ্যাক্টর কাজ করে। সরকারি এয়ারলাইন্সের ভাড়াতো তুলনামূলক কম। বেসরকারি ক্ষেত্রে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে আমি বিষয়টি খতিয়ে দেখবো। এ বিষয়ে অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, ভারত সরকার সে দেশে পর্যটন এবং যোগাযোগব্যবস্থাকে সহজলভ্য করার জন্য এক্ষেত্রে বেশ ভর্তুকি দিয়ে থাকে। তাই সেখানে অভ্যন্তরীণ রুটে ভাড়া কিছু কম মনে হলেও ভায়াবিলিটি গ্যাফ হিসেবে সরকার ভর্তুকি দিয়ে প্লেন মালিকদের পুষিয়ে দেয়। মাহবুব আলী বলেন, কার্গো হ্যান্ডেলিংয়ে যে সমস্যাগুলো আছে সেগুলো দেখতে আমি এক মাসের মধ্যে পাঁচবার বিমানবন্দর গিয়েছি। বিশেষ করে পাবলিকের কাজ থেকে সেবার মান নিয়ে অভিযোগ আসে। আমি সেখানে নিজে গিয়েছি, একসঙ্গে কাজ করেছি। এখন ইমিগ্রেশন শেষ করে আসার সঙ্গে সঙ্গে লাগেজ পাওয়া যাচ্ছে, এটা খুব আশার কথা। প্রতিমন্ত্রী বলেন, অস্ট্রেলিয়াভিত্তিক একটি প্রতিষ্ঠান আমাদের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে ফাইভ স্টারের মর্যাদা দিয়েছে। সেটা আমার জন্য খুব সম্মানের। এজন্য বহির্বিশ্বে আমাদের ভাবমূর্তি উজ্জ্বল হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App