×

জাতীয়

সারা দেশে ভোরের কাগজের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ১১:০৮ এএম

সারা দেশে ভোরের কাগজের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নানা রকম প্রীতি ও আনন্দময় অনুষ্ঠানের মধ্য দিয়ে গতকাল শুক্রবার ভোরের কাগজের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে দেশের বিভিন্ন স্থানে। এ সম্পর্কে আমাদের প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন- বরিশাল : দুপুর ১২টায় শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে কেক কেটে অনুষ্ঠানমালার উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান। এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোজাম্মেল হক চৌধুরী, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন, সহসভাপতি এম এম আমজাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ব্যুরোপ্রধান মুরাদ আহম্মেদ, ভোরের কাগজের ব্যুরোপ্রধান এম মিরাজ হোসাইন, দৈনিক সমকালের বরিশাল অফিসের স্টাফ রিপোর্টার সুমন চৌধুরী, দৈনিক মতবাদের সহকারী সম্পাদক গোপাল সরকার, দৈনিক দখিনের কণ্ঠের প্রধান সম্পাদক আবু মাসুম ফয়সল, যুগ্ম সম্পাদক আনিছুর রহমান, ভোরের কাগজ হিজলা প্রতিনিধি মো. আলহাজ, বিজ্ঞাপন প্রতিনিধি হারুন অর রশিদসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনীতিক, সাংস্কৃতিক ও গণমাধ্যম কর্মীরা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান বলেন, ভোরের কাগজ তার স্বকীয়তা বজায় রেখে আজও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে ভ‚মিকা রাখছে। তিনি ভোরের কাগজের সাফল্য কামনা করেন। সোনাগাজী (ফেনী) : ভোরের কাগজের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ২৮ বছরে পদার্পণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান সোনাগাজীর স্থানীয় মুক্তিযোদ্ধাদের মিলনমেলায় পরিণত হয়েছে। ভোরের কাগজ কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর এ অনুষ্ঠান কেক কেটে উদ্বোধন করেন সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহেল পারভেজ। তিনি বলেন, ভোরের কাগজ মুক্তিকামী মানুষের প্রিয় পত্রিকা। ২৭ বছর ধরে মুক্তিযুদ্ধ, দেশ ও দেশের মানুষের পক্ষে কাজ করে পাঠকের হৃদয়ে স্থান করে নিয়েছে পত্রিকাটি। ভোরের কাগজের প্রতিনিধি ও সোনাগাজী প্রেসক্লাব সভাপতি সৈয়দ মনির আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- ক্যাপ্টেন (অব.) বীর মুক্তিযোদ্ধা মো. সাদেক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা মফিজুল হক পাটোয়ারি, কে এম খুরশিদ আলম, যুদ্ধকালীন কমান্ডার দুলাল আহমেদ, বীর মুক্তিযোদ্ধা এম এ হালিম মিয়া, মুক্তিযোদ্ধা আবদুল মতিন, মুক্তিযোদ্ধা আবুল কাশেম, আবুল কালাম, মো. আলম মিয়া, ফেনী হোমিওপ্যাথিক কলেজের প্রভাষক ডা. সুকলাল দেবনাথ, মাস্টার সাহাবুদ্দিন, মাস্টার দুলাল চন্দ্র দাস, গেরিলা মুক্তিযোদ্ধা কমরেড আবু তাহের, শহীদ সন্তান মাস্টার নুরুল আমিন খোকন, প্রেসক্লাব সহসভাপতি মেহরাব হোসেন মেহেদি, কবি মহিউদ্দিন খোকন , কবি সজীব ওসমান , কবি মো. ইকবাল হোসাঈন, শিল্পী আবদুস শুক্কুর মিলন, এনায়েত উল্লাহ কলেজের শিক্ষার্থী ফাতেমা আক্তার মনিষা , সাপ্তাহিক গণবার্তার বার্তা সম্পাদক সাহেদ সাব্বির প্রমুখ। অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, শিক্ষক, কবি-সাহিত্যিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন। জুড়ী (মৌলভীবাজার) : জুড়ী উপজেলা ভোরের কাগজ পাঠক ফোরামের উদ্যোগে সকালে জুড়ী শহরের মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে শুরু হয় বর্ণাঢ্য এক র‌্যালি। র‌্যালি শেষে মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে বর্ষপূর্তির কেক কাটা হয়। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জুড়ী উপজেলা ভোরের কাগজ পাঠক ফোরামের উপদেষ্টা ও সংযুক্ত আরব আমিরাতের জুড়ী ওয়েলফেয়ার এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা সৈয়দ আব্দুর রফিক নাজমু। ভোরের কাগজ জুড়ী উপজেলা প্রতিনিধি সাইফুল ইসলাম সুমনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জুড়ী থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জুড়ী সদর জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মাছুম রেজা, বিশিষ্ট আইনজীবী ও কলামিস্ট এডভোকেট শওকতুল ইসলাম চৌধুরী, মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইসহাক আলী, জুড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, প্রথম আলো পত্রিকার জুড়ী উপজেলা প্রতিনিধি কল্যাণ প্রসূন চম্পু, জায়ফরনগর ইউনিয়ন পরিষদের মহিলা সদস্যা সৈয়দা রওশন আরা খানম, সংবাদকর্মী অধ্যাপক বদরুল ইসলাম, শাহ-আলম, হাবিবুর রহমান খান, আব্দুস সবুর। অতিথিদের ফুলের তোড়া দিয়ে বরণ করেন নবনীতা সরকার নদী এবং অতিথিদের ভোরের কাগজ পত্রিকার ক্যালেন্ডার উপহার দেন ভোরের কাগজ জুড়ী উপজেলা প্রতিনিধি সাইফুল ইসলাম সুমন। মাধবপুর (হবিগঞ্জ) : মাধবপুরে সকালে ভোরের কাগজের অস্থায়ী কার্যালয়ে কেক কেটে বর্ষপূর্তি পালন করা হয়। এ উপলক্ষে সাংবাদিক রাজীব দেব রায় রাজুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- মনতলা শাহজালাল সরকারি কলেজের প্রভাষক অলক চক্রবর্তী, প্রেসক্লাবের সাবেক সভাপতি রোকন উদ্দিন লস্কর, আলাউদ্দিন আল রনি, প্রেসক্লাবের সহসভাপতি আবুল খায়ের, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হৃদয় পাঠান উজ্জ্বল, ডা. সফল চন্দ্র দেব, সাংবাদিক সানাউল হক চৌধুরী শামীম, সুব্রত দেব, হামিদুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী শেখ জহিরুল ইসলাম জহির, সাদেক মিয়া, কাউছার আহামেদ, ইঞ্জিনিয়ার আবেদুর রহমান, সৈয়দ মিয়া, সজিব রায়, মিঠু দেব প্রমুখ। রামগঞ্জ (ল²ীপুর) : এ উপলক্ষে সকাল ১০টার দিকে রামগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ভোরের কাগজ পাঠক ফোরামের সভাপতি নন্দ লাল কুরির সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার সালেহ আহম্মদ পাটোয়ারি, রামগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল চেয়ারম্যান ডা. মো. সহিদ উল্লা, সাবেক কাউন্সিলর মনোয়ার ইসলাম পাটোয়ারি, উপজেলা পাঠক ফোরামের নির্বাহী সদস্য শামছুউদ্দিন পাটোয়ারি, রামগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি মনির হোসেন পাটোয়ারি, ভোরের কাগজ উপজেলা প্রতিনিধি পাটোয়ারি হোসেন শরীফ, দিনকাল প্রতিনিধি মো. মোবারক হোসেন প্রমুখ। সভা শেষে উপজেলা ভোরের কাগজ ফোরামের নেতারা অতিথিদের মিষ্টি মুখ করান। বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) : এ উপলক্ষে প্রতীতি সঙ্গীত নিকেতনে আলোচনা সভা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভোরের কাগজের প্রতিনিধি রফিকুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- উপজেলা ভাইস চেয়ারম্যান মিন্টু রঞ্জন সাহা, বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সভাপতি এম এ আউয়াল, বিজয় টিভি প্রতিনিধি আশেক এমরান, কালের কণ্ঠের সাংবাদিক চাঁন মিয়া সরকার, বাংলাদেশ প্রতিদিনের আতাউর রহমান সনেট, আমাদের অর্থনীতির প্রতিনিধি ফয়সল আহমেদ খান, চ্যানেল এস প্রতিনিধি ফয়সাল আহম্মেদ, মানবকণ্ঠের ফারুক আহমেদ, সহকারী ভ‚মি কর্মকর্তা কামাল হোসেন, পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. হাসান মিয়া, মাহবুব ইসলাম, ইমরান প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও পত্রিকার পাঠক, প্রতীতির সব শিল্পী ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। সাটুরিয়া (মানিকগঞ্জ) : সাটুরিয়া প্রেসক্লাবে বিকেল ৪টার দিকে আলোচনা সভার আয়োজন করা হয়। ভোরের কাগজের সাটুরিয়া উপজেলা প্রতিনিধি অলক রায়ের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাটুরিয়া প্রেসক্লাবের আহবায়ক ও দৈনিক সমকালের সাটুরিয়া প্রতিনিধি মো. জাহাঙ্গীর আলম, আহবায়ক কমিটির সদস্য সচিব দৈনিক ইনকিলাবের সাটুরিয়া প্রতিনিধি সোহেল রানা খান, দৈনিক যুগান্তরের সাটুরিয়া প্রতিনিধি শাজাহান সরকার, দৈনিক ভোরের দর্পণের জেলা প্রতিনিধি আনোয়ার হোসেন, দৈনিক যায়যায়দিনের সাটুরিয়া প্রতিনিধি মো. শহিদুল ইসলাম, দৈনিক আজকালের খবর পত্রিকার সাটুরিয়া প্রতিনিধি আশরাফুল ইসলাম প্রমুখ। দুপচাঁচিয়া (বগুড়া) : সকালে ভোরের কাগজ দুপচাঁচিয়া উপজেলা প্রতিনিধি আজিজুল হকের সভাপতিত্বে প্রেসক্লাব চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন থানার ওসি মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ মিজানুর রহমান খান সেলিম, দুপচাঁচিয়া প্রেসক্লাবের সভাপতি গোলাম ফারুক, আদমদীঘি প্রেসক্লাবের সভাপতি হাফিজার রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক, সাংগঠনিক সম্পাদক তৌহিদুল হোসেন মহলদার, উপজেলা সুজনের সভাপতি এডভোকেট উৎপল কুমার বাগচি, সাধারণ সম্পাদক আনোয়ার-উল-আজাদ লিটন, উপজেলা নাগরিক কমিটির সভাপতি আব্দুল বাছেদ, উপজেলা মাধ্যমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি আবুল বাশার, মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি মুক্তিযোদ্ধা সুজ্জাদ আলী, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আলহাজ বেলাল হোসেন, উপজেলা ইমাম মুয়াজ্জিম সমিতির সভাপতি মাওলানা আজিজুর রহমান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসিম কুমার দাস, চাল কল মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ আব্দুর রাজ্জাক, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সুদেব কুণ্ড, শিক্ষা অনুরাগী শামীমা আক্তার মুক্তা প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App