×

খেলা

ম্যান ইউতে কোচ হয়ে ফিরছেন স্যার ফার্গুসন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ০৭:১১ পিএম

ম্যান ইউতে কোচ হয়ে ফিরছেন স্যার ফার্গুসন

কোচ হয়ে ফিরছেন স্যার অ্যালেক্স ফার্গুসন

ম্যানচেস্টার ইউনাইটেড কিংবা ইংলিশ ফুটবল কিংবা ইউরোপিয়ান ক্লাব ফুটবলের ইতিহাসে সেরা কোচ কে? - তিনটি প্রশ্নের উত্তরেই প্রায় সবাই এক বাক্যে বলে দেবেন ম্যান ইউর সাবেক কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনের নাম। দীর্ঘ ২৬ মৌসুম রেড ডেভিলদের ডাগআউট সামলে তিনি অবসরে গিয়েছেন ২০১২-১৩ মৌসুম শেষে।

তবে ম্যান ইউর ভক্ত-সমর্থকদের জন্য খুশির সংবাদ হলো চলতি মৌসুমে আবারও 'লাল শয়তান'দের কোচ হয়ে ওল্ড ট্রাফোর্ডের ডাগআউটে দাঁড়াবেন স্যুট-টাই পরা ফার্গুসন। এ খবরটি নিশ্চিত করেছে ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাব কর্তৃপক্ষ। তবে বর্তমান দলের দায়িত্ব নিয়ে নয়, বিশেষ এক প্রদর্শনীমূলক ম্যাচে কোচের দায়িত্ব থাকবেন তিনি।

চলতি বছরের ২৬ মে তারিখে ম্যান ইউর বিখ্যাত উয়েফা চ্যাম্পিয়নস লিগ ফাইনাল জেতার ২০ বছর পূর্ণ হবে। ১৯৯৯ সালের ২৬ মে তারিখেই বায়ার্ন মিউনিখকে অতিরিক্ত সময়ের দুই গোলে ২-১ ব্যবধানে হারিয়ে ১৯৯৮-৯৯ মৌসুমের ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের মুকুট পরিধান করেছিল ম্যান ইউ।

সে ম্যাচের ২০ বছর পূর্তি উপলক্ষ্যে ২৬ মে তারিখে ওল্ড ট্রাফোর্ডে বিশেষ এক প্রীতি ম্যাচ আয়োজন করতে যাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড কর্তৃপক্ষ। যে ম্যাচে লড়বে 'লিজেন্ডস অব ম্যানচেস্টার ইউনাইটেড' এবং 'লিজেন্ডস অব বায়ার্ন মিউনিখ'। এই ম্যাচের আকর্ষণ বাড়াতে ম্যান ইউর কিংবদন্তিদের নিয়ে গড়া দলের কোচের দায়িত্ব পালন করবেন কিংবদন্তি কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন।

১৯৮৬-৮৭ মৌসুমে প্রথমবারের মতো লাল শয়তানদের শান্ত করার দায়িত্ব পেয়েছিলেন স্কটিশ নাগরিক অ্যালেক্স ফার্গুসন। এরপর একটানা ২৬ বছর আধিপত্য বিস্তার করেছেন নিজ দলকে নিয়ে। ২০১২-১৩ মৌসুমে অবসর নেয়ার আগে ১৩টি প্রিমিয়ার লিগ, ৫টি এফএ কাপ, ১০টি কমিউনিটি শিল্ড, ২টি উয়েফা চ্যাম্পিয়নস লিগ এবং ১টি ক্লাব বিশ্বকাপ শিরোপা জিতেছেন ফার্গুসন।

২০১২-১৩ মৌসুমে ফার্গুসনের বিদায়ী আসরেই সবশেষবারের মতো ইংলিশ প্রিমিয়ার লিগ জিতেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। তাকে পুনরায় ডাগআউটে ফেরানো প্রদর্শনী ম্যাচ থেকে পাওয়া সমস্ত লভ্যাংশ তুলে দেয়া হবে ম্যানচেস্টার ইউনাইটেডের দাতব্য সংস্থা ম্যানচেস্টার ইউনাইটেড ফাউন্ডেশনের কাছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App