×

খেলা

মাশরাফি আবাহনীতে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:১৮ পিএম

মাশরাফি আবাহনীতে
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) দলবদলের নিয়ম অনুসারে মাশরাফি বিন মুর্তজাকে দলে রেখে দিয়েছে আবাহনী লিমিটেড। চলতি মৌসুমেও ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হয়েই মাঠে নামবেন মাশরাফি। তার সঙ্গে থাকছেন মোসাদ্দেক সৈকত এবং নাজমুল হোসেন শান্তও। ঢাকা লিগের গত আসরে প্রথমে লটারির মাধ্যমে মাশরাফিকে দলে টানে শাইনপুকুর ক্রিকেট ক্লাব। তবে পরবর্তী সময় পারস্পরিক সমঝোতায় আবাহনীতে যোগ দেন ওয়ানডে অধিনায়ক। দুটি ক্লাবের মালিকানা একই হওয়ার ফলে দলবদলের সুযোগ পান তিনি। লিগের ড্রাফটের নিয়ম অনুসারে, আগের আসর থেকে দলে থাকা ৩ জন ক্রিকেটারকে রেখে দিতে পারবে ক্লাবগুলো। আর জাতীয় দলের ক্রিকেটারদের মধ্যে মাশরাফিকেই পাওয়া সম্ভব সবচেয়ে বেশি। কারণ ওয়ানডে অধিনায়ক অন্য কোনো ফরমেটে খেলেন না। টেস্ট ছেড়েছেন ২০০৯ সালে আর টি-টোয়েন্টি থেকেও অবসর নিয়েছেন গেল বছরই। যে কারণে নিউজিল্যান্ড সফরে তিন ওয়ানডে শেষ করেই ফিরে আসবেন দেশে। তবে তাকে প্রিমিয়ার লিগে খেলানো হবে কিনা সেটি নিয়ে সন্দেহ আছে। কারণ জাতীয় দলের প্রধান কোচ স্টিভ রোডস জাতীয় দলের পেসারদের লিগে না খেলাতে অনুরোধ করেছেন। বিশেষ করে যারা ২০১৯ বিশ^কাপে খেলবেন তাদের। মাশরাফি নেতৃত্ব দিবেন বিশ্বকাপে। সেই হিসেবে তার লিগে খেলে ঝুঁকি নেয়া ঠিক হবে কিনা সেটিও প্রশ্ন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App