×

জাতীয়

বগুড়ায় মোটরসাইকেল চালানো শিখতে গিয়ে কিশোরের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ০৬:২২ পিএম

দুই বন্ধু মিলে মোটরসাইকেল চালানো শিখতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ঘটনাস্থলেই পারভেজ (১২) নামে এক কিশোর নিহত হয়েছে। আহত হয়েছে আলী জাবের (১১) নামের আরেক কিশোর।

আজ শনিবার দুপুর ২টার দিকে বগুড়ার শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের মোমিনপুর টিলাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পারভেজ উপজেলার গাড়ীদহ ইউনিয়নের মহিপুর মুন্সীপাড়ার শাহ আলমের ছেলে। আর আহত কিশোর একই এলাকার হাসান আলীর ছেলে বলে জানা গেছে।

শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) পুতুল মোহন্ত এ তথ্য নিশ্চিত করে বলেন, পারভেজ চালানো শিখতে বাবার মোটরসাইকেল নিয়ে বন্ধু আলী জাবেরের সঙ্গে বাড়ি থেকে বের হয়। স্থানীয় হাটগাড়ীসহ আশপাশের মাঠ এলাকায় মোটরসাইকেল চালাতে থাকে তারা। একপর্যায়ে মোমিনপুর টিলাবাড়ী এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল খাদে পড়ে যায়।

এতে ঘটনাস্থলেই পারভেজ নিহত হয়। এছাড়া গুরুতর আহত আলী জাবেরকে উদ্ধার করে প্রথমে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠিয়ে দেন স্থানীয়রা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App