×

জাতীয়

ভোটকেন্দ্র নিয়ে বিরোধ মেটেনি এখনো

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ১২:১৬ পিএম

ভোটকেন্দ্র নিয়ে বিরোধ মেটেনি এখনো
আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটকেন্দ্র নিয়ে পৃথক অবস্থান নিয়েছে ছাত্র সংগঠনগুলো। নিজ নিজ অবস্থানে অনড় রয়েছে বাংলাদেশ ছাত্রলীগ, জাতীয়তাবাদী ছাত্রদল ও প্রগতিশীল ছাত্রজোট। গতকাল বৃহস্পতিবার পৃথক কর্মসূচি থেকে ছাত্র সংগঠনগুলো এই অবস্থানের দাবি জানিয়েছে। ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটকেন্দ্র হলে থাকার বিষয়ে একমত পোষণ করেছে ছাত্রলীগের নেতৃত্বাধীন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রভিত্তিক (টিএসসি) সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ছাত্রলীগ ও টিএসসিভিত্তিক ২২টি সংগঠনের সমন্বিত প্লাটফর্ম ‘সম্মিলিত শিক্ষার্থী সংসদ’ এক সংবাদ সম্মেলনে বলেন, ডাকসু নির্বাচনের ভোটকেন্দ্র ঐতিহাসিকভাবেই হলগুলোয় হয়ে আসছে। এর ধারাবাহিকতায় এবারো ভোটকেন্দ্র হলে হওয়ার যে সিদ্ধান্ত হয়েছে, সেটি নিয়ে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে কোনো আপত্তি নেই। বরং ঐতিহ্যের অংশ হিসেবে মেনে নিয়ে এ সিদ্ধান্তকে সাধারণ শিক্ষার্থীরা স্বাগত জানিয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয় বিতর্ক সংসদের সভাপতি এস এম রাকিব সিরাজী। অন্যদের মধ্যে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বক্তব্য দেন। টিএসসির সংগঠনগুলোর কয়েকজন নেতাও এতে বক্তব্য দেন। তবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অন্তত তিন মাস সহাবস্থান নিশ্চিত করে তারপর ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবি করছে ছাত্রদল। গতকাল দ্বিতীয় দিনের মতো মধুর ক্যান্টিনে এসে সংগঠনটির নেতাকর্মীরা তাদের আগের দাবি পুনর্ব্যক্ত করেন। এ ব্যাপারে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজীব আহসান সাংবাদিকদের বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আহ্বান জানিয়েছিলাম একটি কার্যকর সহাবস্থান তৈরি হোক। তারা আমাদের সহযোগিতা করছে। ডাকসু নির্বাচনকে আমরা ইতিবাচকভাবে দেখছি। আমরা উপাচার্যের কাছে কিছু দাবি দিয়েছিলাম। উপাচার্য আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে অন্য অনেক ছাত্রসংগঠনের সঙ্গে আমাদের দাবির মিল আছে। তিনি বলেন, আমরা আশা করব সেই মিলগুলোকে কার্যকর রেখে তিনি আমাদের দাবির ব্যাপারে আন্তরিকতা প্রকাশ করবেন। ছাত্রদল সভাপতি বলেন, আমরা ক্যাম্পাসে সহাবস্থানের মতো হলগুলোতেও সহাবস্থান চাই এবং সেটি স্থায়ী সহাবস্থান চাই। শুধু ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে সহাবস্থান আমরা বিশ্বাস করি না। আমরা চাই গণতন্ত্রের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। এদিকে হলের বাইরে একাডেমিক ভবনে ভোটকেন্দ্র স্থানান্তরের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। আর বাম ছাত্র সংগঠনগুলোর জোট এই দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করে। দুপুরে অনুষ্ঠিত এই অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লিটন নন্দী, ছাত্র ফেডারেশনের সভাপতি গোলাম মোস্তফা, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি ইমরান হাবিব, ঢাবি শাখা সাধারণ সম্পাদক প্রগতি বর্মণ তমা প্রমুখ। উপাচার্য কার্যালয়ের বাইরে ঘণ্টাব্যাপী অবস্থান ও সমাবেশ শেষে উপাচার্যের সঙ্গে দেখা করে তাদের দাবির বিষয়ে কথা বলেন প্রগতিশীল ছাত্রজোটের প্রতিনিধিরা। উপাচার্য তাদের বক্তব্য শুনে কোনো আশ্বাস না দিলে পরে দাবি মানার জন্য চার দিনের সময় বেঁধে দিয়ে ফিরে যান জোটের নেতাকর্মীরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App