×

আন্তর্জাতিক

কাশ্মীরে জঙ্গি হামলার দায় অস্বীকার পাকিস্তানের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ০২:১২ পিএম

কাশ্মীরে জঙ্গি হামলার দায় অস্বীকার পাকিস্তানের
নিয়ন্ত্রিত কাশ্মীরে ভয়াবহ জঙ্গি হামলার দায় অস্বীকার করেছে পাকিস্তান। ঘটনাটি পাকিস্তান দুশ্চিন্তার বিষয় হিসেবে দেখছে বলে জানিয়েছে এক বিবৃতিতে। বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে কাশ্মীরের পুলওয়ামা জেলার অবন্তিপুর এলাকার গোরিপুরে ৩৫০ কেজি ওজনের ইমপ্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণ ঘটলে এখন পর্যন্ত প্রায় ৪০ জন নিহত হয়েছেন। এ ঘটনার দায় স্বীকার করেছে পাকিস্তানি জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মহম্মদ। এরই মধ্যে আদিল আহমেদ নামে একজনকে চিহ্নিত করেছে পুলিশ। তার বাড়ি পুলওয়ামার কাকাপুরায় বলে জেনেছে তারা। ২০১৮ সালে তিনি জইশ-ই-মহম্মদে যোগ দেন। দায় স্বীকারের পর ভারত সরকার এক বিবৃতিতে এ হামলায় পাকিস্তান জড়িত বলে জানায়। হামলার ঘটনাটি দুশ্চিন্তার বিষয় উল্লেখ করে বৃহস্পতিবার পাকিস্তান সরকারের পক্ষ থেকে বলা হয়, পাকিস্তান সব সময়ই এ ধরনের হিংস্রতার নিন্দা জানায়। তবে এই হামলায় ভারত সরকার ও গণমাধ্যম পাকিস্তানের জড়িত থাকার যে বিষয়টি বলছে, তা আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App