×

জাতীয়

ওসমানীনগরে গাড়ী চাপা দিয়ে মাদ্রাসা প্রিন্সিপালকে হত্যার অভিযোগ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ০২:০৬ পিএম

ওসমানীনগরে গাড়ী চাপা দিয়ে মাদ্রাসা প্রিন্সিপালকে হত্যার অভিযোগ
সিলেটের ওসমানীনগরে প্রাইভেট কারের ধাক্কায় এক মাদ্রাসা প্রিন্সিপাল নিহত হয়েছেন। নিহত ব্যাক্তি সুনামগঞ্জ জেলার বিশ্বম্বর পুর থানার ফতেপুর ইউপির অনন্তপুর গ্রামের মৃত উস্তার আলীর ছেলে শায়খুল ইসলাম (৫০)। তিনি বর্তমানে উপজেলার বুরুঙ্গা শেখ ফযিলাতুননেছা ফাযিল মাদ্রাসায় প্রিন্সিপালের দায়িত্বে কর্মরত ছিলেন। জানাযায়,বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের প্রথমপাশা এলাকার বুরুঙ্গা সড়কের মুখ নামক স্থানে এ সড়ক দূর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌছে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে শেরপুর হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। স্থানীয় সূত্রে জানা যায়, মাদ্রাসায় যাওয়ার জন্য রওনা দিয়ে শায়খুল ইসলাম মোটরসাইকেল যোগে ঘটনাস্থলে পৌছালে পিছন দিক থেকে আসা প্রাইভেট কার (সিলেট-হ-১২-০০৫৫) মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে রাস্তার পূর্ব পাশে থাকা গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই নিহত হন। এ সময় প্রাইভেট কার চালক একই মাদ্রাসার বাংলা বিভাগের প্রভাষক লুৎফুর রহমান পালিয়ে যান বলে জানা যায়। উভয়ই একই মাদ্রাসার শিক্ষক হওয়ায় জনমনে নানা জল্পনা কল্পনার সৃষ্টি হয়েছে। ঘটনার সময় শিক্ষক লুৎফুর রহমান প্রাইভেটকার চালাচ্ছিলেন বলেও জানা যায়। বিষয়টি প্রথমে সড়ক দুর্ঘটনা বলে জানাজানি হলেও পরে মাদ্রাসা কতৃপক্ষ সহ বিভিন্ন সূত্রে থেকে জানা যায় নিহত মাও. শায়খুলের সাথে লুৎফুর রহমানের পূর্ব শত্রু তা ছিল সে কারণে হয়তো ইচ্ছে করে তিনি নিজ প্রাইভেট কার চাপা দিয়ে শায়খুল ইসলামকে হত্যা করেছেন। ওসমানীনগর থানার ওসি এসএম আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাওলানা শায়খুল ইসলাম কে পরিকল্পিত ভাবে তারই মাদ্রাসার আরেক শিক্ষক প্রাইভেট কার চাপা দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে হাইওয়ে পুলিশকে তদন্ত করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App