×

খেলা

এখনও সিরিজ জয়ের আশা ছাড়ছেন না মিরাজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:৪৭ পিএম

এখনও সিরিজ জয়ের আশা ছাড়ছেন না মিরাজ

ফাইল ছবি

নেপিয়ারের প্রথম ম্যাচে ৮ উইকেটের বড় হার। কিন্তু এখনও সিরিজ জয় করতে পারে বাংলাদেশ। এমনটাই ভাবছেন বাংলাদেশ দলের নির্ভরযোগ্য অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ।

যদিও নিউজিল্যান্ডের মাটিতে একটি ম্যাচও জয়ের ইতিহাস নেই বাংলাদেশের, তবুও মিরাজের ভাবনা সিরিজ জয় থাকছে। আগামীকাল শনিবার বাংলাদেশ সময় ভোর ৪টায় ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে টাইগাররা। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে মিরাজ তার আশার কথা ব্যক্ত করেন।

সংবাদমাধ্যমের কাছে বেশ আত্মবিশ্বাস নিয়েই মিরাজ বলেন, ‘একটি ম্যাচ হেরে গিয়েছি। আমাদের আরও দুটি ম্যাচ আছে। এই দুটি ম্যাচ জিতলে সিরিজ জিততে পারব। সে কারণেই কালকের ম্যাচটা গুরুত্বপূর্ণ। এটি জিতলে আমরা আত্মবিশ্বাস ফিরে পাব।’

শুধু আশা দেখিয়েই থামেননি মিরাজ। জানান, স্বপ্ন পূরনের পথের নির্দেশনাও। বলেন, ‘নিউজিল্যান্ডের কন্ডিশনে প্রথম ১০ ওভার খুব গুরুত্বপূর্ণ। এই সময়টা যদি টিকেও যাই, রান অল্প হলেও সমস্যা না। প্রথম ম্যাচে আমরা প্রথম ১০ ওভারে তেমন কিছুই করতে পারিনি। আমাদের দ্রুত উইকেট পড়ে গিয়েছিল। এখন টপ অর্ডার যদি রান করে, প্রথম ১০ ওভার দেখে খেললে আমাদের সুযোগ থাকবে ভালো করার।’

‘দেশে খেললে স্পিনারদের ওপর নির্ভর করা হয়। বিদেশে পেসারদের ওপর। সাকিব ভাই থাকলে অবশ্য অন্য হিসাব। আত্মবিশ্বাস বেশি পেতাম। এখন এখানে আমাকে স্পিনারদের মূল ভূমিকাটা পালন করতে হচ্ছে। এখানে স্পিনারদের রোল হচ্ছে পেসারদের সাহায্য করা।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App