×

বিনোদন

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ফেরদৌস

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ০২:১৪ পিএম

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ফেরদৌস
চিত্রনায়ক ফেরদৌস এর আগে কলকাতায় বিভিন্ন চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করেছেন। তবে সেগুলো ছিল বেবসরকারিভাবে আয়োজিত। এবারই প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়ক ফেরদৌস ‘দ্বিতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব কলকাতা’য় সরকারি দলের প্রতিনিধি হয়ে অংশগ্রহণ করতে যাচ্ছেন। আজ বিকেল পাঁচটায় কলকাতার নন্দনসহ আরো দুটি ভিন্ন স্থানে শুরু হতে যাওয়া এই উৎসবে সরকারি দলের প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকবেন ফেরদৌস। উৎসবে অংশগ্রহণের জন্য আজ বেলা ১১টায় ফেরদৌস কলকাতার উদ্দেশে রওনা হবেন। সেখানে বাংলাদেশের ২১টি চলচ্চিত্র তিনদিনব্যাপী প্রদর্শিত হবে। তার মধ্যে ফেরদৌস অভিনীত তিনটি চলচ্চিত্র প্রদর্শিত হবে। সেগুলো হচ্ছে ‘পোস্টমাস্টার ৭১’, ‘পুত্র’ ও ‘গেরিলা’। ফেরদৌস বলেন, সরকারি দলের প্রতিনিধি হয়ে কোনো চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করা এটাই প্রথম। আমি একজন শিল্পী হিসেবে ভীষণ গর্ববোধ করছি এমন একটি উৎসবে সম্মানিত একজন অতিথি হিসেবে অংশগ্রহণ করার সুযোগ পাওয়ায়। তথ্যমন্ত্রীকে বিশেষ ধন্যবাদ। আশা করছি এবারের চলচ্চিত্র উৎসবও অনেক সফল একটি চলচ্চিত্র উৎসবই হবে। তথ্যমন্ত্রী মুহাম্মদ হাছান মাহমুদও এই চলচ্চিত্র উৎসবে উপস্থিত থাকবেন। উৎসব শেষে আগামী ১৮ ফেব্রুয়ারি দেশে ফিরবেন ফেরদৌস। এদিকে আগামী ১ মার্চ থেকে আবারো নোয়াখালীতে ফেরদৌস অভিনীত নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত ‘গাঙচিল’ সিনেমার শুটিংয়ে অংশ নিবেন ফেরদৌস। এ ছাড়াও তিনি ‘জ্যাম’ ও ‘সেভ লাইফ’ সিনেমার কাজ নিয়েও ব্যস্ত আছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App