×

জাতীয়

সোহরাওয়ার্দী হাসপাতালের রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:২১ পিএম

সোহরাওয়ার্দী হাসপাতালের রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে

সোহরাওয়ার্দী হাসপাতালের রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় রোগীদের ওই ভবন থেকে অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে জানা গেছে, রোগীদের হাসপাতালের মাঠে ও আশেপাশের হাসপাতালে সরিয়ে নেওয়া হচ্ছে। ফায়ার সার্ভিসের সদস্যরা রোগী ও তাদের স্বজনদের আতঙ্কিত না হওয়া জন্য অনুরোধ করেছেন।

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ৫০ মিনিটে হাসপাতালের নতুন ভবনের দ্বিতীয় তলার স্টোর রুমে আগুন লাগার ঘটনা ঘটে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দফতরের অপারেটর শাহাদাত হোসেন বাংলানিউজকে জানান, সন্ধ্যা সাড়ে ৭টায় শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট। রোগীদের অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে। তবে, তাৎক্ষণিক অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App