×

জাতীয়

বাউফলে শিক্ষককে প্রাণনাশের হুমকি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ০৪:১৩ পিএম

বাউফলে শিক্ষককে প্রাণনাশের হুমকি
এসএসসি পরীক্ষায় গণিত বিষয়ে ক্যালকুলেটর ব্যবহার নিয়ে পরীক্ষার্থী ও কেন্দ্র পরিদর্শকের মধ্যে ভুল বোঝাবুঝির জেরে কেন্দ্র পরিদর্শক বাউফল আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক নজরুল ইসলাম টিপুকে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। হুমকির ফলে ওই শিক্ষক এখন ঘর থেকে নামছেন না। গতকাল বৃহস্পতিবার দুপুরে স্থানীয় সাংবাদিকদের কাছে লিখিতভাবে অভিযোগ করে শিক্ষক নজরুল ইসলাম টিপু বলেন, গত শনিবার বাউফল আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় গণিত বিষয়ে পরীক্ষা চলাকালিন দায়িত্বপ্রাপ্ত ম্যাজিষ্ট্রেটের মৌখিক নির্দেশনায় পরীক্ষার্থীদের কাছ থেকে স্যাইন্টিফিক ক্যালকুলেটর নেয়া হয়। উর্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপে কিছুক্ষণের মধ্যেই আবার ক্যালকুলেটর ফেরত দেয়া হয়। এতে ক্ষুদ্ধ হয়ে পরীক্ষা শেষে পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা আমাকে ভয়ভীতি ও প্রান নাশের হুমকি দেয় এবং জনৈক এক অভিভাবক আমাকে লাঞ্চিত করেন। এ ঘটনার পর থেকে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাঃ জাহানারা বেগম ওই দিন রাতে থানায় একটি সাধারন ডায়েরী করেন। ঘটনার সময় প্রতক্ষ্যদর্শীরা জানান, পরীক্ষা শেষে জনৈক ওই অভিভাবকের নেতৃত্বে কতিপয় পরীক্ষার্থীরা কক্ষ পরিদর্শক নজরুল ইসলামকে প্রান নাশের হুমকী ধামকি দেয় এবং এক পর্যায়ে লাঞ্চিত করে এবং বিদ্যালয়ের দরজা ও জানালায় লাথি মারে এবং ইটপাটকেল ছুঁড়ে বিদ্যালয়ে ভাংচুর করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App