×

জাতীয়

বাউফলে বাল্য বিয়ে বন্ধ : দুইজনের কারাদনণ্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ০৪:০৩ পিএম

বাউফলে বাল্য বিয়ে বন্ধ : দুইজনের কারাদনণ্ড
বাউফল উপজেলা নির্বাহী অফিসার বুধবার রাতে গোপণে সংঘটিত দু’টি বাল্য বিয়ে বন্ধ করেন বর ও এক ইমামকে আটক করে ছয় মাসের কারাদনণ্ড দিয়েছেন। ঘটনাটি ঘটেছে বাউফল সদর ইউনিয়নের জৌতা এলাকার ঢালি বাড়িতে। সূত্র জানিয়েছেন, বুধবার রাত ৭ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে উপজেলা নির্বাহী অফিসার পিজুস চন্দ্র দে অভিযান চালিয়ে বাল্য বিবাহ বন্ধ করে দেন। এসময় উপজেলার দাশপাড়া ইউনিয়নের বাহির দাশপাড়া গ্রামের আবুল কালাম খাঁনের ছেলে বর মোঃ আল আমিন(২৪) ও নওমালা ইউনিয়নের বাবুরহাট এলাকার মাও. আবদুর রহিমের ছেলে ইমাম মাও. ইলিয়াছ হাসানকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাল্য বিয়ে আইন ২০১৭ এর ৭ এর ১ ধারা মোতাবেক ছয় মাসের কারাদন্ড দেয়া হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App