×

জাতীয়

ফের মিয়ানমারের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে তলব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ০৫:৪৮ পিএম

ফের মিয়ানমারের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে তলব

আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে মিয়ানমারের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত অং কোয়া/ ছবি: সংগৃহীত

মাত্র চার মাসের ব্যবধানে ঢাকায় নিযুক্ত মিয়ানমারের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত অং কোয়াকে আবারও তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) তাকে তলব করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, বাংলাদেশের সেন্টমার্টিন দ্বীপকে নিজেদের মানচিত্রে অন্তর্ভূক্ত দেখানোয় তাকে (মিয়ানমার রাষ্ট্রদূত) বেলা সাড়ে তিনটায় মন্ত্রণালয়ে তলব করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ-পূর্ব এশিয়া অনুবিভাগের মহাপরিচালক দেলোয়ার হোসেন তাকে তলব করেন।

এ সময় সেন্টমার্টিন দ্বীপকে কেন তাদের একটি সরকারি দফতরের মানচিত্রে দেখানো হয়েছে, তা জানতে চাওয়া হয়। তার হাতে একটি কূটনৈতিক প্রতিবাদপত্র হস্তান্তর করা হয়েছে।

এর আগে গত ৬ অক্টোবর ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত লুইন উ কে একই বিষয়ে তলব করা হয়েছিল। তখন তিনি জানিয়েছিলেন, মিয়ানমারের ওই দফতরের মানচিত্র থেকে এটা সরিয়ে নেওয়া নেওয়া হবে। তবে এতোদিনেও সেটা সরিয়ে নেওয়া হয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App