×

বিনোদন

‘ধ্রুবতারা’র পনেরো বছরে পদার্পণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ১২:০০ পিএম

‘ধ্রুবতারা’র পনেরো বছরে পদার্পণ
২০০৫ সালের ভালোবাসা দিবসে এসআই টুটুল ও পার্থ মজুমদারের উদ্যোগে ব্যান্ডদল ‘ধ্রুবতারা’র যাত্রা শুরু হয়েছিল। তবে যাত্রা শুরুর দিকে এই ব্যান্ডদলের নাম ছিল ‘ফেস টু ফেস’। কিন্তু ২০০৮ সালে কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের পরামর্শে ব্যান্ডদলটির নাম পরিবর্তন করে রাখা হয় ‘ধ্রুবতারা’। এসআই টুটুল বলেন, সেই সময় স্যার বলেছিলেন একটি বাংলাদেশি ব্যান্ডদলের নাম কেন ইংরেজিতে হবে। তোমাদের তো ধ্রুবতারা শিরোনামের একটি গান আছে। এই নাম রাখাটাই তো সুন্দর হবে। স্যারের কথা অনুযায়ীই শেষতক ফেস টু ফেস পরিবর্তন করে ধ্রুবতারা রাখা হয়। এসআই টুটুল জানান, দেশের জন্য যারা দিয়ে গেছেন প্রাণ তাদের উদ্দেশ্য করেই ‘ধ্রুবতারা’ গানটি করা হয়েছিল। তাই ‘ধ্রুবতারা’ নামটিই যথার্থ হিসেবেই রাখা হয়েছিল হুমায়ূন আহমেদের পরামর্শে। দেখতে দেখতে ‘ধ্রুবতারা’ আজ পনেরো বছরে অর্থাৎ দেড় দশকে পা দিল। দিনটিতে দলের ছয়জন আজ সন্ধ্যার পর রাজধানীর উত্তরাতে এক পারিবারিক আড্ডায় অংশ নেবেন বলে জানান এসআই টুটুল। এসআই টুটুল বলেন, আমাদের ব্যান্ডদল ধ্রুবতারা হুমায়ূন স্যার ও আমার শ্রদ্ধেয় গুরু আইয়ুব বাচ্চুর স্নেহ বুকে নিয়ে এগিয়ে যাবে। আমরা চেষ্টা করব আমাদের প্রতিটি শো’তে হুমায়ূন স্যার ও বাচ্চু ভাইকে শ্রদ্ধা জানিয়ে, সম্মান জানিয়ে সঙ্গীত পরিবেশন করতে। এখন পর্যন্ত বাজারে ‘ধ্রুবতারা’র দুটি অ্যালবাম প্রকাশিত হয়েছে। একটি ‘ধ্রুবতারা’ ও অন্যটি ‘দুঃখপোকা’। ‘ধ্রুবতারা’র লাইনআপ হচ্ছে বেজ গিটার ও ব্যান্ড লিডার পার্থ মজুমদার, লিড গিটারে সেলিমুজ্জামান শেলী, ড্রামসে মুজিব উদ্দৌলা মুজু, উড উইন্ড ইনস্ট্রুম্যান্ট-এ সাঈদ হাসান বাবু, কিবোর্ডে নাদিম এবং ভোকাল-সেকেন্ড লিড গিটারে এসআই টুটুল। আগামী ১৭ ফেব্রুয়ারি চ্যানেল আইতে এবং পর্যায়ক্রমে সিলেট, চট্টগ্রামে স্টেজ শো’তে অংশ নিবে ‘ধ্রুবতারা’।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App