×

খেলা

ইতিহাস গড়ে জিতল পিএসজি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:৪৯ পিএম

ইতিহাস গড়ে জিতল পিএসজি
ইনজুরির কারণে দলের সবচেয়ে বড় তারকা নেইমারের না খেলাটা আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। শেষ মুহূর্ত এসে ছিটকে পড়েন ফর্মে থাকা স্ট্রাইকার এডিনসন কাভানিও। তার না খেলার কারণও ইনজুরি। ফলে আক্রমণভাগের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ছাড়াই ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে তাদেরই মাঠে খেলতে নামতে হয় ফরাসি জায়ান্ট পিএসজিকে। নেইমার-কাভানির অভাবটা এদিন বেশ ভালোভাবেই গুছিয়ে দেন কিলিয়ান এমবাপ্পে ও অ্যাঞ্জেল ডি মারিয়া। তাদের দুর্দান্ত পারফরমেন্সের সুবাদে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচে গতকাল রেড ডেভিলদের ২-০ গোলে হারিয়েছে কোচ টমাস টুশেলের শিষ্যরা। ম্যাচটিতে পিএসজির হয়ে ১টি করে গোল করেন ফরোয়ার্ড এমবাপ্পে ও ডিফেন্ডার প্রেসলেন কিমপেম্বে। ম্যাচের শুরুর দিকে অবশ্য স্বাগতিকরাই আধিপত্য দেখিয়েছে। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণ নিয়েছে সফরকারীরা। পিএসজি ও ম্যানইউর মধ্যকার প্রথম লেগের ম্যাচটির প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যভাবে। দ্বিতীয়ার্ধের অষ্টম মিনিটে এমবাপ্পের হেড ঝাঁপিয়ে পড়ে কর্নারের বিনিময়ে ঠেকান ম্যানইউ গোলরক্ষক ডেভিড ডি গিয়া। কর্নার কিক নেন ডি মারিয়া। আর্জেন্টাইন ফরোয়ার্ডের নেয়া অসাধারণ এক কর্নার কিক থেকে ছুটে আসা বলে হেড দিয়ে লক্ষ্যভেদ করে পিএসজিকে এগিয়ে (১-০) নেন ডিফেন্ডার প্রেসলেন কিমপেম্বে। এর ৭ মিনিট পর ডি মারিয়ার পাস থেকে বল পেয়ে ম্যানইউর রক্ষণভাগের দুই খেলোয়াড়কে কাটিয়ে জালে পাঠান এমবাপ্পে। ফলে ব্যবধান দ্বিগুন (২-০) করে পিএসজি। ম্যাচের শেষ দিকে পিএসজি তারকা ডানি আলভেজকে ফাউল করায় পল পগবাকে লাল কার্ড দেখান রেফারি। যে কারণে দ্বিতীয় লেগের ম্যাচটিতে খেলতে পারবেন না এই ম্যানইউ মিডফিল্ডার। শেষ পর্যন্ত প্রথম কোনো ফরাসি ক্লাব হিসেবে ম্যানইউকে তাদেরই মাঠে ২-০ গোলে হারিয়ে নতুন ইতিহাসের জন্ম দিয়ে মাঠ ছাড়েন টমাস টুশেলের শিষ্যরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App