×

জাতীয়

আলোর ফেরিওয়ালা এখন বাউফলে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:২০ পিএম

আলোর ফেরিওয়ালা এখন বাউফলে
বাউফলে একটা সময় ছিল যখন বিদ্যুৎ সংযোগ পাওয়াটা ছিল স্বপ্ন। বছরের পড় বছর ঘুরেও মানুষ বিদ্যুৎ সংযোগ পেতো না। এছাড়া ছিল চরম অস্বস্তিকর লোডশেডিং। বাউফলে আজ সে চিত্র পাল্টে গেছে। বাউফল পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ আজ সেই বিদ্যুৎ নিয়ে ছুটছে মানুষের দ্বারে দ্বারে আলোর ফেরিওয়ালা হয়ে। এঘটনা বর্তমান সরকারের একটি বড় সাফল্য বলে বাউফলের মানুষ মনে করছেন। সরেজমিন দেখা গেছে, বাংলাদেশে আলোচিত সেই আলোর ফেরিওয়ালা এখন বাউফল উপজেলার বিভিন্ন জনপদে ঘুরে বেড়াচ্ছে। “শেখ হাসিনার উদ্দ্যোগ-ঘরে ঘরে বিদ্যুৎ” এই স্লোগানকে সফল বাস্তবায়নের জন্য বাউফল পল্লী বিদ্যুৎ অফিস এখন “আলোর ফেরিওয়ালা” নামক এক উদ্দ্যোগ নিয়ে মাঠ চষে বেড়াচ্ছে। ইঞ্জিন চালিত অটোতে ঘুরে ঘুরে তাৎক্ষণিক বিদ্যুৎ সংযোগ নেয়ার জন্য মাইকিং করা হচ্ছে। দশ কিংবা পনের মিনিটের মধ্যেই জুটছে বিদ্যুৎ সংযোগ। কোন প্রকার হয়রানি ছাড়াই অতি দ্রুত বিদ্যুৎ সংযোগ পেয়ে বেজায় খুশি গ্রাহকরা। আলোর ফেরিওয়ালা কার্যক্রমের আওতায় গত এক মাসে বাউফলে এক হাজার ৩৫ জন গ্রাহক বিদ্যুৎ সংযোগ পেয়েছেন। বগা ইউনিয়নের রাজনগড় গ্রামের প্রান্তিক কৃষক মোসলেম উদ্দিন বলেন, কোন প্রকার অতিরিক্ত টাকা ছাড়াই মাত্র ৪৫০ টাকা জমা দিয়ে সাথে সাথে ঘরে বিদ্যুৎ সংযোগ পেয়েছি এটা অভাবনীয়। কালাইয়া ইউনিয়নের কর্পূরকাঠী গ্রামের নুর হোসেন গাজী বলেন, আগে বিদ্যুৎ অফিস মানেই ছিল চরম ভোগান্তি আর ঘোরাঘুরি। সেই চরম ভোগান্তি আর ঘোরাঘুরি থেকে মুক্ত করেছে পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির বাউফল জোনাল অফিস। নির্ধারিত কাগজ ও টাকা জমা দিয়েই মাত্র পাঁচ-দশ মিনিটেই পেয়েছি বিদ্যুৎ সংযোগ। পল্লী বিদ্যুৎ সমিতির বাউফল জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) একেএম আজাদ জানান, সরকার ঘোষিত প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছানো কার্যক্রমের অংশ হচ্ছে আলোর ফেরিওয়ালা। ইতিমধ্যে বাউফলে শতকরা ৯৫ ভাগ মানুষ বিদ্যুৎ সুবিধার আওয়তায় এসেছে। অল্প কয়েক দিনের মধ্যেই আমরা বাউফল উপজেলাকে শতভাগ বিদ্যুতায়নের মধ্যে আনতে পারবো বলে কাজ করে যাচ্ছি। আমরা সর্বোচ্চ সেবা দিয়ে সরকারের এ উদ্যোগকে সফল করে তুলবো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App