×

জাতীয়

হাটহাজারীতে আগুনে ১৩ টি বসতঘর পুড়ে ছাই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ০২:০৮ পিএম

হাটহাজারীতে আগুনে ১৩ টি বসতঘর পুড়ে ছাই
হাটহাজারীতে আগুনে পুড়ে ১৩টি টিন শেটের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।এতে আনুমানিক প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা।উপজেলার ফতেপুর ইউনিয়নের বাদামতল এলাকার মেহের আলি চৌধুরী বাড়িতে আজ বুধবার ভোররাতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয় ও ক্ষতিগ্রস্থ পরিবার সূত্রে জানা যায়, নুর বক্সের ঘর থেকে ভোর সোয়া তিনটার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় এলাকাবাসী ও হাটহাজারী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনলেও ততক্ষণে বসতঘরগুলো আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এদিকে অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন।তিনি তাৎক্ষনিক ক্ষতিগ্রস্থ প্রত্যক পরিবারকে ৫ হাজার টাকা ও কিছু শীত বস্ত্র প্রদান করেছেন। এবং ক্ষতিগ্রস্থদের তালিকা জেলা প্রশাসকের নিকট পাঠানো হচ্ছে। এসময় সাথে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ উপস্থিত ছিলেন। আগুনে ক্ষতিগ্রস্থরা হলেন মৃত আবুল কাসেমের পুত্র মোঃ আব্দুর রশিদ কালু, ইউসুফ, মৃত ইসলামের চার পুত্র, মোঃ জাহাঙ্গীর, বাসেক, বাচা, ভোলা, মৃত আবুল খায়েরের পুত্র, নুর বক্স ও কন্যা, নুর নাহার, মমতাজ বেগম স্বামী হারুন, মমতাজ বেগমের কন্যা,নুর বেগম(লেঙ্গুনি),মহরম আলী, কুরবান আলি,মহরম আলি ও আবু বক্কর আবু। হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা জাকের হোসেন বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে ক্ষয়-ক্ষতির পরিমান অানুমানিক ত্রিশ লক্ষ টাকা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App