×

জাতীয়

মাদারীপুরে ৫০ মন জাঁটকা জব্দ : ৪ জনের অর্থদন্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ০৪:৪১ পিএম

মাদারীপুরে ৫০ মন জাঁটকা জব্দ : ৪ জনের অর্থদন্ড
মাদারীপুরের কালকিনি উপজেলার শিকারমঙ্গল এলাকার মোক্তারহাট থেকে বুধবার ভোরে র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে প্রায় ৫০মন জাঁটকা জব্দ করে। এ সময় চার জনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অর্থদন্ড দেয়া হয়। র‌্যাব ৮ মাদারীপুর ক্যাম্প সূত্রে জানা গেছে, কালকিনি উপজেলার শিকারমঙ্গল এলাকার মোক্তারহাটে কিছু অসাধু মাছ ব্যবসায়ী জাঁটকা ক্রয়-বিক্রয় করতেছে এ সমন সংবাদের ভিত্তিতে মাদারীপুর ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার দেবাশীষ কর্মকার এর নেতৃত্বে অভিযান চালিয়ে প্রায় ৫০মন জাঁটকা জব্দ করা হয়। এ সময় চারজনকে আটক করা হয়। এরা হলেন কালকিনির সিডিখান এলাকার সেকেন্দার খানের ছেলে কামাল খান (৩০), এসকান্দার বেপারীর ছেলে নুরুজ্জামান বেপারী (২৫), মৃত আমীর হোসেন মুন্সীর ছেলে মো. আবু জাফর মুন্সী (৫২) ও সেকেন্দার খানের ছেলে মো. রবিউল হাসান খান (১৮)। আটককৃত প্রত্যেকের বাড়ি উপজেলার সিডিখান এলাকায়। আটককৃতদের প্রত্যেককে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দুই হাজার টাকা করে অর্থ দন্ড প্রদান করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম। পরে জব্দকৃত জাটকা উপজেলার বিভিন্ন এতিম খানায় ও মসজিদ-মাদ্রাসায় বিতরণ করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App