×

জাতীয়

ভূমি হারিয়ে মামলা দিতে থানায় এসে আসামি হলেন প্রবাসীর স্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:৪৫ পিএম

ভূমি হারিয়ে মামলা দিতে থানায় এসে আসামি হলেন প্রবাসীর স্ত্রী
ফেনীর সোনাগাজীতে প্রবাসী স্বামীর পৈত্রিক জমি হারিয়ে থানায় মামলা দিতে এসে বানোয়াট মামলায় আসামি হলেন গৃহবধু ফাতেমা খাতুন লিপি (৩৮)। সে উপজেলার দক্ষিণ চর ছান্দিয়া গ্রামের ওবায়দুল হকের বাড়ীর পাকিস্তান প্রবাসী আবদুল হাদির স্ত্রী । লিপির ছোট বোন পপি আক্তার জানান, দুমাস আগে প্রবাসী আবদুল হাদির অসুস্থ্য পিতা ওবায়দুল হক(৭২)কে জিম্মি করে ২একর জমি মো. মানিকের (আবদুল হাদির ভাতিজা) নামে দলিল সৃজন করেন তার মা হাসিনা বেগম। বিষয়টি জানাজানি হলে থানায় মামলা করতে আসেন আবদুল হাদির স্ত্রী ফাতেমা খাতুন লিপি। পুলিশের গড়িমসির কারনে মামলা দিতে পারেন নি লিপি। ওইদিন ঘর বাড়ি ভাংচুরের অযুহাত দেখিয়ে লিপিকে আসামি করে থানায় মামলা দায়ের করেন মো.আবুল কাশেমের স্ত্রী হাসিনা বেগম। ১৩ ফেব্রুয়ারি বুধবার সকালে বাড়ী থেকে আটক হন লিপি। তিনি আরও জানান, ওই ভুমিদস্যু মো.আবুল কাশেমের স্ত্রী হাসিনা বেগম স্থানীয় প্রভাবশালীদের মাধ্যমে থানাকে প্রভাবিত করে ২একর জমি আত্মসাতের পায়তারা করছে। সোনাগাজী মডেল থানার এস.আই ও উক্ত মামলার তদন্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন জানান, ভুমি আত্মসাতের বিষয়টি জানা নেই। বাড়ি ভাংচুর ও হাসিনা বেগমের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে । সে মামলায় বুধবার সকালে লিপিকে আটক করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App