×

আন্তর্জাতিক

বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন থাকবে রাশিয়া

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ০৫:০৭ পিএম

বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন থাকবে রাশিয়া
বিদেশি শক্তিগুলো কখনও যদি রাশিয়াকে ইন্টারনেটে বিচ্ছিন্ন করে ফেলার উদ্যোগ নেয় তা মোকাবেলা করতে নিজেরাই বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন অবস্থায় রুশ আইএসপিগুলো সচল রাখার উদ্যোগ নিয়েছে। রাশিয়ার এ প্রোগ্রামের নাম দেয়া হয়েছে, ‘ডিজিটাল ইকনোমি ন্যাশনাল প্রোগ্রাম’। এই নামে ইতিমধ্যেই আইন করার উদ্যোগ নেয়া হয়েছে। আইনটি বর্তমানে খসড়া হিসেবে রয়েছে। পরিস্থিতি মোকাবেলায় বহির্বিশ্ব থেকে ইন্টারনেটে সাময়িকভাবে বিশ্ব থেকে বিচ্ছিন্ন থাকার মহড়া দেয়ার পরিকল্পনা করছে রাশিয়া। এই পরীক্ষার আওতায় রাশিয়ার নাগরিক ও প্রতিষ্ঠানগুলো দেশের ভেতরে নিজেদের মধ্যে তথ্য আদানপ্রদান করতে পারবে। তবে রাশিয়ার বাইরে ইন্টারনেটে যোগাযোগের পথ বন্ধ থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App