×

তথ্যপ্রযুক্তি

গুগলের বিরুদ্ধে ভারতের অভিযোগ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ০৪:৩৩ পিএম

গুগলের বিরুদ্ধে ভারতের অভিযোগ
এবার গুগলের বিরুদ্ধে অ্যান্ড্রয়েডের অপব্যবহারের অভিযোগ এনেছে কম্পিটিশন কমিশন অব ইন্ডিয়া বা সিসিআই ।সংস্থাটি অভিযোগ করেছে, অ্যালফাবেটের প্রতিষ্ঠান গুগল তাদের প্রতিদ্বন্দ্বীকে ব্লক করার জন্য তাদের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের অপব্যবহার করেছে। এমন অপব্যবহারের শিকার অন্তত চারটি প্রতিষ্ঠান বার্তা সংস্থা রয়টার্সকে এমন কথা জানিয়েছে।গুগল এর আগে ইউরোপের আন্টি ট্রাস্ট কমিশনে যে ৫০০ কোটি ডলারের জরিমানার শিকার হয়, ভারতের করা এই অভিযোগ সেটার সঙ্গে পুরোপুরো মিল রয়েছে বলে জানাচ্ছে সিসিআই। গত ছয় মাস ধরে পর্যবেক্ষণ করার পরই অভিযোগটি করেছে সিসিআই।এর আগে ইউরোপিয়ান ইউনিয়র গুগলের বিরুদ্ধে তদন্ত করে এটার প্রমাণ পায় যে, প্রতিষ্ঠানটি বাজারে নিজেদের পছন্দের পণ্যকে অন্যদের চেয়ে এগিয়ে রাখতে তাদের সার্চ রেজাল্টের পরিবর্তনসহ বেশকিছু কাজ করেছে। এমনকি তাদের বিভিন্ন অ্যাপ ডিভাইসে আগে থেকেই ইনস্টল করার ব্যপারেও কাজ করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App