×

জাতীয়

হাটহাজারীতে ভেজাল ঘি তৈরীর কারখানায় অভিযান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০১৯, ০২:২০ পিএম

হাটহাজারীতে ভেজাল ঘি তৈরীর কারখানায় অভিযান
হাটহাজারীতে ভেজাল ঘি তৈরীর কারখানায় অভিযান চালিয়ে ৩৭ মন ভেজাল ঘি জব্দ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুহুল আমিন। ১১ ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার এগার মাইল এলাকার কবির চেয়ারম্যানের ভাড়া ঘরে অভিযান চালিয়ে জব্দ করা হয় ক্ষতিকারক রং ও ঘি তৈরির নানান সরঞ্জাম। অভিযানের খবর পেয়ে ঘি তৈরির কাজে নিয়োজিত কর্মীরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। সূত্রে জানা যায়, ভেজাল ঘি তৈরির একটি চক্র দীর্ঘদিন ধরে নামি-দামি কোম্পানির মোড়ক লাগিয়ে অত্যাধুনিক মেশিনে টিনের কৌটাজাত করে হাটহাজারীসহ বিভিন্ন উপজেলায় বাজারজাত করছিল। এতে ঘি এর কোন উপাদান নেই অথচ ‘খাঁটি গাওয়া ঘি’ এর নামে ঘি' য়ের ফ্লেবার মিশিয়ে বাজারজাত করছিল তারা। এসব ঘি তৈরির সময় নিম্নমানের পাম ওয়েল, সুজি, ক্ষতিকারক রং ও ফেবিকল নামক গাম ব্যবহার করে তারা। উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন বলেন,সঙ্গীয় ফোর্স নিয়ে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে গোল্ডেন স্পেশাল, গোল্ডেন প্রিমিয়ার, বাঘাবাড়ি স্পেশাল কোয়ালিটি ঘিসহ নানা জাতের ঘি তৈরি করে আসছিল একটি চক্র। উপজেলার আওতাধীন ও পৌরসভা এলাকায় আরো ভেজাল ঘি তৈরির কারখানা রয়েছে বলে জাননতে পেরেছি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আগের চেয়ে অভিযান আরো বেশি জোরদার করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App