×

জাতীয়

রাজৈরে ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০১৯, ০১:১৮ পিএম

রাজৈরে ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
শত বছরের গ্রাম বাংলার ঐতিহ্যকে ধারন করে ও বিদ্যাদেবী সরস্বতী পূজা উপলক্ষে মাদারীপুরের রাজৈরে অনুষ্ঠিত হলো ঘোড়া দৌড় প্রতিযোগিতা। এ প্রতিযোগিতা দেখতে দেশের দূর দুরান্ত থেকে হাজার হাজার উৎসুক জনতা ভীড় করে ঘোড়া দৌড় মাঠে। গতকাল সোমবার বিকেলে স্থানীয় বাজিতপুর তরুণ যুব সংঘের উদ্যোগে এ ঐতিহ্যবাহী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। স্থানীয়রা জানায় , শত বছরের ঐতিহ্যকে ধরে রাখতে অন্যান্য বছরের ন্যায় এ বছরও মাদারীপুরের রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের চৌরাশী গ্রামের বিষ্ণুপ্রিয়া সেবাশ্রম মাঠে ঘোড়া দৌড় প্রতিযোগিতার আয়োজন করে। ঘোড়া দৌড় প্রতিযোগিতায় ২০টি ঘোড়া অংশ গ্রহন করে। ঘোড়া দৌড় প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করেন রবিউল আলমের ঘোড়া,দ্বিতীয় স্থান অধিকার করে সাহাবুল মোল্লার ঘোড়া ও তৃতীয় স্থান অধিকার করে জামাল খানের ঘোড়া। বিজয়ীরা সবাই গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার ওড়াকান্দি গ্রামে। বিজয়ীদের মধ্যে প্রথম পুরস্কার হিসাবে ২৪ ইঞ্চি এলইডি রঙ্গিন টিভি,দ্বিতীয় পুরস্কার ২২ইঞ্চি এলইডি রঙ্গিন টিভি ও তৃতীয় পুরস্কার ১৯ইঞ্চি এলইডি রঙ্গিন টিভি বিতরণ করা হয়। এছাড়াও অন্যান্য প্রতিযোগিদের শান্তুনা পুরস্কার হিসেবে মোবাইল সেট বিতরণ করা হয়। পুরস্কার বিতরন করেন বাজিতপুর ইউপি চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম হাওলাদার। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন নিত্যানন্দ বিশ্বাস।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App