×

জাতীয়

মাদারীপুরে পুলিশের নির্যাতনে এসএসসি পরীক্ষার্থী আহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০১৯, ০৪:৪৭ পিএম

মাদারীপুরে পুলিশের নির্যাতনে এসএসসি পরীক্ষার্থী আহত
মাদারীপুরে সরকারি শেখ হাসিনা উইমেন্স একাডেমী এন্ড কলেজে এক এসএসসি পরীক্ষার্র্থীকে ডাসার থানা পুলিশ ও অন্যান্য শিক্ষার্থীর অভিভাবকেরা নির্যাতন করেছে। পরে ওই শিক্ষার্থীকে গুরুতর আহত অবস্থায় মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসময় শিক্ষার্থীরা হাসপাতালের সামনে পুলিশের বিচার দাবী করে বিক্ষোভ করে। সহপাঠী, পুলিশ, পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, মাদারীপুরের ডাসার থানার সানমন্দি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী জাহিদ খান একই থানার সরকারি শেখ হাসিনা উইমেন্স একাডেমী এন্ড কলেজে ধর্ম পরীক্ষার সময় শ্রেণীকক্ষে পরীক্ষা কেন্দ্রের কাছের এক ছাত্রী মিতু আক্তারের সাথে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। পরীক্ষা শেষে জাহিদ কলেজ কেন্দ্রের বাইরে গেটের কাছে এলে ওই মেয়ে শিক্ষার্থী মিতুর বাবা আনিস তালুকদার ও ভাইয়েরা মিলে জাহিদকে মারধর করার সময় তাদের সাথে কেন্দ্রের দায়িত্বে থাকা পুলিশ কনস্টবল জামালসহ কয়েক পুলিশও বেধরক পিটিয়ে গুরুতর আহত করে। পরে অজ্ঞান অবস্থায় অন্যান্য সহপাঠীরা তাকে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসে। আনিশা নামে এক সহপাঠি বলেন, ‘আমাদের সামনে পুলিশ জাহিদকে নির্যাতন করেছে। পুলিশকে আমরা অনুনয়-বিনয় করলেও শুনেনি। মারতে মারতে লাঠি ভেঙ্গে ফেলে। পরে হেলমেড দিয়েও পিটায়। তখন জাহিদ বমি করে দিলে পরে ছেড়েছে। আমরা ওই পুলিশের বিচার চাই।’ জাহিদের ভাই জহির খান ও তার সহপাঠীরা বলেন, ‘পুলিশ জাহিদকে কলেজের একটি রুমে নিয়ে গিয়ে বেধরকভাবে পিটিয়ে আহত করে। অজ্ঞান অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়।’ ডাসার থানার ওসি গোলাম কিবরিয়া পুলিশের হাতে নির্যাতনের কথা অস্বীকার করে বলেন, ‘মিতু ও জাহিদের মধ্যে কথা কাটাকাটি নিয়ে মারধরের ঘটনা ঘটেছে। এখানে পুলিশ তাকে নির্যাতন করেনি।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App