×

জাতীয়

লতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে প্রতীক বরাদ্দ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০১৯, ০২:৫৪ পিএম

লতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে প্রতীক বরাদ্দ
খুলনার পাইকগাছা উপজেলার লতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে প্রতিদ্বন্ধী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্ধ করা হয়েছে। সোমবার সকালে রিটার্নিং কর্মকর্তা ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস নির্বাচনে অংশ গ্রহনকারী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্ধ দেন। প্রয়াত ইউপি চেয়ারম্যান দিবাকর বিশ্বাসের স্ত্রী দেবী রানী বিশ্বাসকে নৌকা, সনজিত সরকারকে চশমা ও চিত্তরঞ্জন মন্ডলকে আনারস প্রতীক বরাদ্ধ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ঠ সুত্রে জানা গেছে, গতবছরের ২০ অক্টোবর উপজেলার লতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিবাকর বিশ্বাস পরলোকগমন করলে নির্বাচন কমিশন ইউনিয়ন পরিষদের পদ শুণ্য ঘোষনা করে তপশীল ঘোষনা করে। সে অনুযায়ী আগামী ২৮ ফেব্রুয়ারী ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ৯ টি কেন্দ্রে ২৮ টি বুথ করা হয়েছে। মোট ভোটার ৯ হাজার ২ শত ৬৩ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৪ হাজার ৭ শত ৫৭ জন এবং মহিলা ভোটার ৪ হাজার ৫ শত ৬ জন। এদিকে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে রিটার্নিং কর্মকর্তা ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাশ জানিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App