×

খেলা

বিজিএমইএ কাপ ফুটবল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০১৯, ০২:৪৪ পিএম

বিজিএমইএ কাপ ফুটবল

ফাইল ছবি

বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ কাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থ আসর ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে। উত্তরার ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশের অ্যাস্ট্রো টার্ফে ১৫ দলের অংশগ্রহণে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ১ মার্চ ফাইনাল খেলা হবে। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন। বিজিএমএই কাপের এই টুর্নামেন্টে তিন গ্রুপে ৫টি করে দল অংশ নেবে। দলগুলো হলো-কমফিট কম্পোসিট নিট, বান্ডো ডিজাইন, সেলফ ইনোভেটিভ ফ্যাশন্স, ফরটিস গ্রুপ, অ্যাপারেল ইন্ডাস্ট্রি, মাস্ক গ্রুপ, ভার্সেটাইল অ্যাপারেল, ভার্সেটাইল ফ্যাশন্স, অ্যাস্পায়ার গার্মেন্টস, লায়লা স্টাইলস, স্টার্লিং গ্রুপ, আলি গার্মেন্টস, এপিলিয়ন, তুসুকা গ্রুপ ও টর্ক ফ্যাশন। এবারের টুর্নামেন্টের স্পন্সর বিইউএফটি, লায়লা গ্রুপ, সেইলর বাই এপিলিয়ন, শাহজালাল ইসলামী ব্যাংক, ঢাকা ব্যাংক ও ইসলামী ব্যাংক। টুর্নামেন্টের বিস্তারিত জানাতে বিজিএমইএ ভবনে সংবাদ সম্মেলন করেন বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান। এ ছাড়াও সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিজিএমইএ সহসভাপতি (ফিন্যান্স) মো. নাসির, সিনিয়র সহসভাপতি ফারুক হাসান এবং বিইউএফটির চেয়ারম্যান মোজাফফার সিদ্দিক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App