×

জাতীয়

গৌরীপুরের শ্যামগঞ্জে অগ্নিকান্ডে ৮টি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত।

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০১৯, ০২:০৭ পিএম

গৌরীপুরের শ্যামগঞ্জে অগ্নিকান্ডে ৮টি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত।
গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জ মাছ বাজার এলাকায় রবিবার (১০ ফেব্রুয়ারী) রাতে এক ভয়াভহ অগ্নিকান্ডে একটি ইলেক্ট্রনিক্স দোকান সহ মোট ৮টি ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমান আনুমানিক ৫০ লক্ষ টাকা বলে ধারনা করা হচ্ছে। খবর পেয়ে স্থানীয় জনগন ও ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে। ক্ষতিগ্রস্ত রিপন এন্টারপ্রাইজ মালিক শাহজাহান মিয়া জানান রবিবার রাত সারে ১০টার দিকে দোকান বন্ধ করে সে বাড়ী চলেযান। এর কিছুসময় পড়ে তিনি খবর পান তার দোকানে আগুন জ্বলছে। মুহুত্বের মধ্যে আগুনের লেলিহান শিখা লিটন মিয়ার পোল্ট্রি দোকান, রেজাউল করিমের কসমেটিক এবং ষ্টেশনারী দোকান, হাবিল মিয়ার পোল্ট্রি দোকান, হীরনের আটার মিল, রিয়াজ উদ্দিনের পোল্ট্রি দোকান, আরোয়ার ও হাবিবুর রহমানের পোল্ট্রি দোকানের ক্ষতিগ্রস্থ হয়। এর মধ্যে রিপন এন্টারপ্রাইজ শাহজাহান মিয়ার দোকানটি সম্পন্ন পুরে যায়। বাকী দোকান গুলি আংশিক ক্ষতিগ্রস্থ হয়। তবে কি ভাবে আগুনের সুত্রপাত তার কারন জানাযায়নি। বিদ্যুতের শর্টসাকিট থেকে আগুনের সুত্রপাত বলে ধারনা করা হচ্ছে। ক্ষয় ক্ষতির পরিমান ৫০ লক্ষ টাকা বলে ধারনা করা হচ্ছে। এদিকে আগুন লাগার পার পর প্রথম দিকে স্থানীয় জনগন এগিয়ে এসে আগুন নিবানোর প্রানপন চেষ্টা চালায় । খবর পেয়ে নেত্রকোনা ফায়ার সার্ভিসের ২টি ইউনিট, ঈশ্বরগঞ্জ ও ময়মনসিংহের আরো ২ টি ঘটনা স্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রেনে আনে। খবর পেয়ে রাতেই গৌরীপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনা স্থল পরিদর্শন করেন। পরদিন সকালে গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা করিম ঘটনা স্থল পরিদর্শন করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App