×

বিনোদন

আজ বইমেলায় আসছে আফজাল হোসেনের বই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০১৯, ০১:১৭ পিএম

আজ বইমেলায় আসছে আফজাল হোসেনের বই
প্রতিবারের মতো এবারো একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হতে যাচ্ছে আফজাল হোসেনের লেখা দুটি বই। দুটি বইয়ের মধ্যে একটি কাব্যগ্রন্থ এবং অন্যটি সমকালীন বিভিন্ন বিষয়ের রচনা সংকলন। কবিতার বইটির নাম ‘১৯ নম্বর কবিতা মোকাম’ এবং গল্পের বইটির নাম ‘সাবান মাখা রোদ’। আফজাল হোসেন জানান কবিতার বইটিতে ৫০টিরও বেশি কবিতা রয়েছে। আবার গল্পের বইটিতে বিভিন্ন সময়ে তার লেখা প্রকাশিত ও অপ্রকাশিত বিভিন্ন বিষয়ভিত্তিক গল্প আছে। ১৪টি গল্প আছে এই বইটিতে। একুশে গ্রন্থমেলায় বই দুটি প্রকাশিত হওয়ার লক্ষ্যে আজ বিকেল ৩টায় রাজধানীর ধানমন্ডির ছায়ানট প্রাঙ্গণে এক মিলনমেলার আয়োজন করা হয়েছে। আফজাল হোসেন জানান, তার ‘১৯ নম্বর কবিতা মোকাম’ ও ‘সাবান মাখা রোদ’ অনন্যা প্রকাশনী থেকে প্রকাশ হতে যাচ্ছে। বইমেলায় আফজাল হোসেনের প্রথম বই প্রকাশিত হয়েছিল তিন দশকেরও বেশি সময় আগে। তারই বন্ধু ইমদাদুল হক মিলনের সঙ্গে যৌথভাবে প্রকাশ পেয়েছিল ‘যুবকদ্বয়’ নামে একটি বই। এটি অনন্যা প্রকাশনী থেকেই প্রকাশিত হয়েছিল। গত বছর একই প্রকাশনা থেকে বইমেলায় প্রকাশিত হয়েছিল চারটি উপন্যাসের সমাহার ‘চার দরজা’ এবং বারোটি গল্প নিয়ে গল্প সমাহার ‘জাহাঙ্গীর বাদশা’র ঘোড়া’।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App