রেড ভেলভেট

আগের সংবাদ

রামগঞ্জে গৃহবধুকে পিটিয়ে হত্যার চেষ্টা

পরের সংবাদ

মার্সিডিজের দামি গাড়ি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০১৯ , ৩:৫১ অপরাহ্ণ আপডেট: ফেব্রুয়ারি ১১, ২০১৯ , ৩:৫১ অপরাহ্ণ

অসমান রাস্তায় চলাচলের (অফ-ট্র্যাক ড্রাইভিং) উপযোগী গাড়ি দিন দিন আরো বেশি বিলাসীতার পর্যায়ে চলে যাচ্ছে। সঙ্গত কারণেই একই সঙ্গে বাড়ছে দাম। শুধু অতি উচ্চবিত্তদের জন্যই কিছু কোম্পানি অত্যন্ত সীমিত সংখ্যায় তৈরি করছে এসব গাড়ি। যেমন- এবারের জেনেভা মোটর শোতে মার্সিডিজ-বেঞ্জ এর মেবাখ এসইউভি গাড়িটি। বলা হচ্ছে এখন পর্যন্ত সবচেয়ে ব্যয়বহুল গাড়ি এটি। মার্সিডিজি মেবাখ জি-ক্লাস ৬৫০ মডেলের গাড়িটিতে রয়েছে ভি-১২ ইঞ্জিন। এর চামড়ার চেয়ার আরোহীদের জন্য স্বয়ংক্রিয় ম্যাসাজের কাজ করবে, সঙ্গে আরো আছে চা-কফি গরম রাখার হোল্ডার এবং খোলা যাবে এর উপরের অংশ (সানরুফ)। এবড়োথেবড়ো রাস্তাতে অন্যরকম অ্যাডভেঞ্চার দেবে এটি। এতকিছু পেতে চাইলে টাকা গুণতে হবে বিশাল অংকের। দাম পড়বে ৫ লাখ মার্কিন ডলার। তবে এই গাড়ি মোটেই তেল সাশ্রয়ী নয়, বলতে গেলে হাতি পোষার মতো। তবে অতি উচ্চবিত্তদের লক্ষ্য করেই বানানো হয়েছে, আর এ কারণেই এই মডেলের গাড়ি মোটে ৯৯টি বাজারে এনেছে কোম্পানি। অবশ্য মাসিডিজ এখন ইলেকট্রিক কার, স্বয়ংচালিত গাড়ি নির্মাণে প্রচুর অর্থ বিনিয়োগ করছে। এলোন মাস্কের টেসলার মতো তারাও বাজারে চমক নিয়ে আসতে চায়, ধরতে চায় মধ্যবিত্ত ক্রেতাদের বাজার।
এই কৌশল অবশ্য কাজ দিচ্ছে। গত বছর এক্সক্লুসিভ মডেলের কারের দিক থেকে বিএমডব্লিউকে বিক্রিতে ছাড়িয়ে গেছে মার্সিডিজ। তারাই এখন বিশ্বের সর্বোচ্চ বিক্রিত বিলাসবহুল গাড়ি নির্মাতা কোম্পানি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়