×

জাতীয়

সরিষাবাড়ীতে লোকসানের মুখে কপি চাষিরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০১৯, ০১:৪৮ পিএম

সরিষাবাড়ীতে লোকসানের মুখে কপি চাষিরা
ক্রমাগত দরপতনে লোকসানের সম্মুখিন জামালপুরের সরিষাবাড়ীর বাঁধা ও ফুল কপি চাষিরা। জমির কপি অর্ধেক বিক্রি করছে নামমাত্র মুল্যে আর বাকি অর্ধেক খাচ্ছে গরুতে। তবুও উপজেলার বিভিন্ন স্থানে মাঠে গিয়ে দেখা যায় জমি থেকে কপি তুলতে ব্যস্ত কৃষক। মনের ক্ষোভ ঝেড়ে কৃষকেরা বলেন, বিক্রি করে লাভের আশায় তারা তুলছেন না এ সব্জি। বরং জমি খালি করতেই এই ব্যস্ততা তাঁদের। এ বছর আবহাওয়া ছিলো অনুক‚লে। তাই এ উপজেলার গ্রামে গ্রামে বাঁধা ও ফুল কপির বাম্পার ফলন হয়েছে। সারের সুষম ব্যবহার আর পরিমিত সেচ চাষাবাদে বিঘা প্রতি ভালো ফলনও পেয়েছেন কৃষক। তবে এখন নামমাত্র ম‚ল্যে বিক্রি করতে হচ্ছে কপিগুলো। প্রতিপিচ বাঁধাকপি ৪ থেকে ৫ টাকা খরচ পড়লেও বিক্রি হচ্ছে ২ থেকে ৪ টাকা দরে । দাম কম হওয়ায় উৎপাদন খরচ উঠবে না বলে জানিয়েছেন একাধিক কৃষক। এ সমস্যার স্থায়ী সমাধানচান তারা। উপজেলা কৃষি অফিসের দেওয়া তথ্য মতে এ বছর উপজেলা ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ৩৫ হেক্টর ও বাধা কপি ২৫ হেক্টর জমিতে ফুল কপির আবাদ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App