×

পুরনো খবর

মিল্ক কেক উইথ আমেরিকান আইসিং

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০১৯, ০৫:০৮ পিএম

মিল্ক কেক উইথ আমেরিকান আইসিং
কেকের জন্য যা লাগবে ডিম ৪টি চিনি ২ কাপ ময়দা পোনে ২ কাপ বেকিং পাউডার ১ চা চা দুধ ২ কাপ ১০ টেবিল চামচ বাটার যেভাবে করবেন : ডিম হাই স্পিডে ৫ মিনিট বিট করব। চিনি দিব। লো স্পিডে শুকনো উপকরণ বিট করব। একসঙ্গে দুধ ও বাটার গলাব। ডিমের মিশ্রণের সঙ্গে মিশাব। ১৮০ ডিগ্রিতে ২৫-৩০ মিনিট বেক করব। আমেরিকান আইসিংয়ের জন্য যা লাগবে : বাটার ২০০ গ্রাম, আইসিং সুগার ১,১/২ কাপ, ভ্যানিলা ১ চা চা, ঠাণ্ডা দুধ ১/৪ কাপ। প্রস্তুত প্রণালি : বাটার নরমাল হলে আইসিং সুগার দিয়ে সাদা হওয়া পর্যন্ত বিট করব। এবার দুধ এবং ভ্যানিলা মিশিয়ে ১০/১৫ মিনিট ফ্রিজে রেখে মিল্ক কেকের ওপর দিয়ে তার ওপর রেড ফুড কালার মিশানো পাইপিং জেল দিয়ে সাজিয়ে পরিবেশন করব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App