×

বিনোদন

তৃতীয় অধ্যায়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:২৯ পিএম

তৃতীয় অধ্যায়
দেওঘরের সঙ্গে বাঙালির অনেক স্মৃতি। সাহিত্যেও উঠে এসেছে এই জায়গার কথা। সেই কারণে এখানে শুটিং করতে যাওয়া নিয়ে এক্সাইটেড ছিলেন আবীর চট্টোপাধ্যায়। বাঙালি একটা সময়ে খুব বেড়াতে যেত দেওঘর। ‘ওখানে শুটিং করে বেশ ভালো লেগেছে’ জানান আবীর। তার যদি জায়গা ভালো লেগে থাকে, তাহলে পাওলির পছন্দ হয়েছে ওখানকার খাবার। মজা করে পাওলি বলেন, আমাদের প্রযোজক রোজ সবার জন্য বাড়ির তৈরি লিট্টি চোখা আর আটঠে বানিয়ে আনতেন। আমি আর আবীর ডায়েট তুলে সব খেতাম! ‘বেডরুম’-এর পর ‘তৃতীয় অধ্যায়’-এ আবীর-পাওলি একসঙ্গে কাজ করলেন। ছবির পরিচালক মনোজ মিশিগান জানালেন, ছবিটি ডার্ক রোমান্টিক থ্রিলার। পাওলি এখানে আবীরের সাবেক প্রেমিকার চরিত্রে। আবীর তার বাবাকে খুঁজতে বেরোয়। ঘটনাচক্রে পাওলির সঙ্গে দেখা হয়ে যায় আবীরের। অভিনেতার কথায়, ‘প্রেমের ছবি তো অনেক রকমের হয়। এখানে সেই মোলায়েম পরতটা নেই।’ মনোজের সঙ্গে এর আগে ‘আমি জয় চ্যাটার্জি’তে কাজ করেছেন আবীর। সেই অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে ও গল্পের আকর্ষণে রাজি হয়েছিলেন ‘তৃতীয় অধ্যায়’ করতে। ছবির ক্লাইম্যাক্স তৃতীয় অধ্যায়ে হলেও ব্যক্তিগত জীবন প্রসঙ্গে আবীর বলছিলেন, সবার জীবনেই একাধিক চ্যাপ্টার থাকে। এক একটা অধ্যায়ে আমরা আলাদা চরিত্রে থাকি। কোন অধ্যায় সবচেয়ে ভালো? সেটা একদম শেষদিনে বোঝা যাবে। পাওলি কিন্তু এক কথায় বলে দিলেন তার জীবনের সেরা অধ্যায় স্কুলবেলা!

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App